নারী টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৫, ২১: ১৮

মারকেুটে ব্যাটিংয়ে সবার নজর কাড়লেন অখ্যাত কিরন নাবগিরে। স্বীকৃত নারী টি-টোয়েন্টিতে গড়লেন দ্রুততম সেঞ্চুরির বিশ্ব রেকর্ড। ভারতের সিনিয়র উইমেন্স টি-টোয়েন্টি ট্রফিতে ৩৪ বলে সেঞ্চুরি হাঁকিয়ে ক্রিকেট দুনিয়াকে চমকে দিয়েছেন ভারতীয় এ ব্যাটার।

বিজ্ঞাপন

সোফি ডিভাইন ৩৬ বলে সেঞ্চুরি করে আগের রেকর্ডটি করেছিলেন। তার এই রেকর্ড ভেঙে নতুন বিশ্ব রেকর্ডটি নিজের করে নিয়েছেন নাবগিরে। নাবগিরে পাঞ্জাব উইমেন্সের বিপক্ষে ১১০ রান তাড়ায় মহারাষ্ট্রের জার্সিতে একাই করেছেন ১০৬ রান। নিজের ৩৫ বলের ইনিংসটি সাজান ১৪টি চার ও ৭টি ছক্কার মারে।

৩১ বছরের নাবগিরে ভারতের জাতীয় নারী দলের জার্সিতে ৬টি টি-টোয়েন্টি খেলেছেন। ২০২২ সিনিয়র উইমেন’স ট্রফিতে ৩৫টি ছক্কা মেরে সাড়া ফেলে দিয়েছিলেন। যা টুর্নামেন্টটির এক মৌসুমে সর্বোচ্চ ছক্কা মারার রেকর্ড।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত