‘স্বার্থের সংঘাত’ দেখিয়ে এনামুল হকের পদত্যাগ

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৫, ০৭: ০০

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) টেকনিক্যাল কমিটির পদ থেকে পদত্যাগ করেছেন বাংলাদেশের অভিজ্ঞ আম্পায়ার এনামুল হক মনি। নিজের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে আমার দেশকে মনি বলেন, ‘কনফ্লিক্ট অব ইন্টারেস্ট হয় বিধায় আমি পদত্যাগ করেছি।’ ডিপিএল কোঅর্ডিনেটর সাব্বির আহমেদ রুবেল জানান, তিনি এখনো নিশ্চিত নন মনির পদত্যাগের ব্যাপারে।

বিসিবির ম্যাচ রেফারি হিসেবে কাজ করছেন এনামুল হক মনি। একই সঙ্গে ডিপিএলের টেকনিক্যাল কমিটির আহ্বায়ক হিসেবে ছিলেন। দুটি কাজেই স্বার্থের দ্বন্দ্ব হয় বলে টেকনিক্যাল কমিটি থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। এ ব্যাপারে আমার দেশকে তিনি বলেন, ‘আমি একই সঙ্গে ম্যাচ রেফারি আবার টেকনিক্যাল কমিটির প্রধান। তাতে মূলত স্বার্থের সংঘাত হয়। ম্যাচ রেফারি হিসেবে শাস্তি দেওয়ার পর ক্রিকেটারদের আপিল আবেদন টেকনিক্যাল কমিটির প্রধান হিসেবে সমাধান করতে হয়। এটা আমার কাছে স্বার্থের সংঘাত মনে হয়েছে। এ কারণেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।’

বিজ্ঞাপন

এ ছাড়া টেকনিক্যাল কমিটির কাজ নিয়েও খানিকটা অসন্তুষ্ট মনি। তিনি বলেন, ‘ম্যাচ রেফারি নিয়ম মেনে শাস্তি দেওয়ার পর টেকনিক্যাল কমিটির কাছে আপিল আবেদন করে। টেকনিক্যাল কমিটি শাস্তি কমালে আমার কাছে মনে হয় ম্যাচ রেফারিকে অসম্মান করা হচ্ছে। এসব কারণেই পদত্যাগের সিদ্ধান্ত নেওয়া।’

কক্সবাজার থেকে ইয়াবা এনে ঢাকায় বিক্রি, ৩ নারী গ্রেপ্তার

সাব-জেলে অভিযুক্ত সেনা কর্মকর্তারা, সরকারের কাছে যে আহ্বান জানালেন ব্যারিস্টার আরমান

অসদাচারণের দায়ে টঙ্গী পাইলট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে শোকজ

জরুরি অবস্থা জারি করলেন পেরুর প্রেসিডেন্ট

গুম-খুনে জড়িত ১৫ সেনা কর্মকর্তা চাকরিচ্যুত। ট্রাইব্যুনালে হাজির। সাবজেলে প্রেরণ

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত