আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

রংপুর শিবিরে ‘মুরব্বি মুরব্বি’

স্পোর্টস ডেস্ক
রংপুর শিবিরে ‘মুরব্বি মুরব্বি’

মুরব্বি মুরব্বি উঁহু উঁহু, সংলাপটি কয়েক মাস আগে ভাইরাল হয়। পরবর্তীতে এটা নিয়ে অনেক ভিডিও, রিলস তৈরি হয়েছে। দেশের গন্ডি ছাড়িয়ে বিদেশেও জনপ্রিয়তা পায় সংলাপটি। এবার এটা শোনা গেল বিপিএলের দল রংপুর রাইডার্স শিবিরে।

নিজেদের ভেরিফাইড ফেসবুক পেইজে একটি ভিডিও পোস্ট করেছে রংপুর। সেখানে দেখা যায় ফিটনেস ট্রেনিং করছেন রংপুরের পাকিস্তানি অলরাউন্ডার ইফতিখার আহমেদ। অন্যপ্রান্তে নেটে ব্যাটিং অনুশীলন করছেন অ্যালেক্স হেলস।

বিজ্ঞাপন

ফিটনেস ট্রেনিং শেষে চেয়ার ওপরে রাখা কফি কাপ হাতে তুলে নিতে যান ইফতিখার। ঠিক তখনই হেলস বলে উঠেন, ‘মুরব্বি মুরব্বি উঁহু উঁহু।’

পাল্টা উত্তর দিতে ভুলেননি ইফতিখার। তিনি বলেন, ‘সোনামণি সোনামণি বসো বসো।’ বলার পর কফি কাপ নিয়ে স্থান ত্যাগ করেন ইফতিখার। এরপর হতাশার অঙ্গভঙ্গি করেন হেলস। বোঝার বাকি নেই কেবলমাত্র বিনোদনের খাতিরেই ভিডিওটা করেছে রংপুর।

এবারের বিপিএলটা দারুণ যাচ্ছে রংপুরের। এখন পর্যন্ত ছয়টি ম্যাচে মাঠে নেমে সবকটিতেই পেয়েছে জয়ের দেখা। ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে তারা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন