ভায়োকানোর মাঠে হোঁচট রিয়ালের

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫, ০০: ৪২

লা লিগার পয়েন্ট টেবিলে ভালো অবস্থানে ছিল রিয়াল। সুযোগ ছিল শিরোপার দৌঁড়ে অনেকটা এগিয়ে যাওয়ার। তবে রায়ো ভায়োকানোর সঙ্গে গোলশূন্য ড্র করে পয়েন্ট খুইয়েছে জাভি আলোনসোর দল।

ভায়োকানোর ঘরের মাঠ এস্তাদিও দি বায়েকাসে ম্যাচের নায়ক হয়ে ওঠেন আর্জেন্টাইন গোলকিপার আগুস্তো বাতাল্লা। ম্যাচের তৃতীয় মিনিটে আর্দা গিলেরের গুলারের বক্সের বাইরে থেকে নেওয়া শট সেভ করেন বাতাল্লা। ২২তম মিনিটে হতাশ করেন ভিনিসিউস জুনিয়রকে।

এরপর দ্বিতীয়ার্ধে ৫৫তম মিনিটে জুড বেলিংহাম বাঁ দিক থেকে জোরালো শটও ঠেকিয়ে দেন বাতাল্লা নিচের বাঁ কোণ থেকে বল ঠেকিয়ে দেন। ৮১তম মিনিটে দানি সেবাইয়োসের শটও লক্ষ্যভ্রষ্ট হয়। ৮৬তম মিনিটে আলভারো কারেরাসের হেডার ব্লক করে ভায়োকানোকে এক পয়েন্ট এনে দেন বাতাল্লা।

এই ড্রয়ের পরও ১২ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে রিয়াল। দ্বিতীয় স্থানে থাকা ভিয়ারিয়ালের সঙ্গে পয়েন্টের ব্যবধান কমে এসেছে পাঁচে। এক ম্যাচ কম খেলে ২৫ পয়েন্ট নিয়ে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা আছে তালিকার তিনে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

ফুটবল
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত