ভরসা রাখছেন রিভালদো

আনচেলত্তির হাত ধরেই খরা কাটবে ব্রাজিলের

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৩ মে ২০২৫, ১৯: ৫৩

সোমবার (১২ মে) কার্লো আনচেলত্তিকে নিজেদের প্রধান কোচের দায়িত্ব দিয়েছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। সংস্থাটির সে ঘোষণার পর ইতালিয়ান মাস্টারমাইন্ডকে স্বাগত জানিয়েছেন রিভালদো। তার বিশ্বাস, আনচেলত্তির হাত ধরেই দীর্ঘদিনের শিরোপা খরা কাটবে ব্রাজিলের।

২০২৬ বিশ্বকাপ পর্যন্ত নেইমার জুনিয়র, রাফিনহা, রদ্রিগো গোজদের নিয়ে কাজ করবেন আনচলেত্তি। তার কাজ শুরু হবে আগামী ২৬ মে। রিভালদোর আশা, অল্প সময়ের মধ্যেই দিকহারা ব্রাজিল দলে ভারসাম্য এনে দেবেন আনচেলত্তি।

বিজ্ঞাপন

রিভালদো বলেন, ‘ব্রাজিল ও ইউরোপিয়ান লিগে খেলে এমন ফুটবলারদের নিয়ে আনচেলত্তি একটি ভারসাম্যপূর্ণ দল গঠন করতে পারবেন। সমর্থন পেলে এবং জাতীয় দল নিয়ে ভাবার সময় পেলে তিনি ব্রাজিলের ষষ্ঠ বিশ্বকাপের অপেক্ষা শেষ করতে পারেন। এই চ্যলেঞ্জের জন্য আমি তাকে শুভকামনা জানাচ্ছি।’

সাবেক তারকা ফুটবলার আরও বলেন, ‘বড় কথা হলো সিবিএফ সেরা কোচদের একজনকে বেছে নিয়েছে। আনচলেত্তি দারুণ একজন সফল কোচ। তার অধীনে আমি এসি মিলানে খেলেছি। তিনি যে ক্লাবেই গেছেন সেখানেই ট্রফি জিতেছেন। এটা ঠিক যে বিশ্বকাপের আগে তার হাতে বেশি সময় নেই। এরপরও তার ভালো কাজ করার সম্ভাবনা আছে।’

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত