বিশ্বকাপ বাছাই

ডাচদের গোল উৎসব, গ্রিকদের দুঃস্বপ্ন

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৫, ০২: ০০
কোডি গ্যাকপোর জোড়া গোলের উল্লাস

মাঠের লড়াইয়ে জ্বললেন কোডি গ্যাকপো। দুর্দান্ত নৈপুণ্যে উপহার দিলেন জোড়া গোল। তারকা এ লেফট উইঙ্গারের ঝলকে গোল উৎসব করল নেদারল্যান্ডস। ইউরোপিয়ান অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে প্রতিপক্ষ মাল্টাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে ডাচ শিবির। দুর্বার এ জয়ে গ্রুপ ‘জি’তে পরিষ্কার তিন পয়েন্টে এগিয়ে থেকে শীর্ষস্থান আরো মজবুত করল কোচ রোনাল্ড কোম্যানের শিষ্যরা।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার রাতের অন্য ম্যাচে হার মেনেছে গ্রিস। দুঃস্বপ্নের ম্যাচে গ্রিকদের ৩-১ গোলে হারিয়েছে স্কটল্যান্ড। আর হোঁচট খেয়েছে ক্রোয়েশিয়া। লুকা মদরিচদের গোল শূন্য (০-০) ড্রয়ে রুখে দিয়েছে চেক প্রজাতন্ত্র। আর প্রীতি ম্যাচে নিজেদের মাঠে ইংল্যান্ড ৩-০ গোলে হারিয়েছে ওয়েলসকে।

তা’ ক্যালি ন্যাশনাল স্টেডিয়ামে সফরকারী নেদারল্যান্ডসের হয়ে একাই ডাবল করেন গ্যাকপো। দুটি গোলই তিনি এনে দেন পেনাল্টির সুযোগ কাজে লাগিয়ে। তার সঙ্গে ডাচদের তৃতীয় গোল এনে দেন ম্যানচেস্টার সিটির তিজানি রেইজন্ডার্স। মাল্টার মাঠে তার এই গোলে অ্যাসিস্ট করেন গ্যাকপো। ডাচদের পরের ম্যাচ রোববার রাতে। নিজেদের মাঠে ইয়োহান ক্রইফ অ্যারিনায় তারা আগামী ম্যাচে আতিথ্য দেবে ফিনল্যান্ডকে।

স্বাচ্ছন্দ্যের জয় পেলেও শুরুতেই অঘটন প্রায় ঘটিয়ে ফেলেছিল মাল্টা। নিজেদের ভুলে শুরুর মিনিটেই গোল প্রায় হজম করেই ফেলেছিল ডাচরা। ভার্জিন ফন ডাইকের ব্যাকপাস ধরে ফেলেছিলেন জোসেফ এমবোং। তবে কঠিন এক কোণ থেকে বল জালে জড়াতে পারেননি।

এদিকে গ্লাসগোর হ্যাম্পডেন পার্কে আগে লিড পেয়েছিল গ্রিসই। তবে এজন্য তাদের অপেক্ষা করতে হয় দ্বিতীয়ার্ধ পর্যন্ত। ম্যাচের বয়স এক ঘণ্টা পূর্ণ হওয়ার দুই মিনিট পর ম্যাচের ডেডলক ভাঙেন গ্রিক ডিফেন্ডার কনস্তানতিনোস সিমিকাস। তবে গ্রিস লিডটা ধরে রাখতে পেরেছিল মাত্র দুই মিনিট। ম্যাচের ৬৪ মিনিটেই স্কটিশদের সমতায় ফেরান মিডফিল্ডার রায়ান ক্রিস্টি। ম্যাচের শেষ বাঁশি বাজার ১০ মিনিট আগে স্বাগতিক স্কটল্যান্ডকে এগিয়ে দেন লুইস ফার্গুসন। ইনজুরি টাইমের তৃতীয় মিনিটে জয়ের ব্যবধান ৩-১ এ নিয়ে যান ফরোয়ার্ড লিন্ডন জন ডাইকস।

একনজরে

মাল্টা ০-৪ নেদারল্যান্ডস

স্কটল্যান্ড ৩-১ গ্রিস

চেক প্রজাতন্ত্র ০-০ ক্রোয়েশিয়া

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত