নারী বিশ্বকাপ বাছাই পর্ব

বাধা টপকাতে অধিনায়ক আত্মবিশ্বাসী

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ০২ এপ্রিল ২০২৫, ১৬: ২৭
আপডেট : ০৪ এপ্রিল ২০২৫, ০১: ০৯

লক্ষ্য স্থির করেই পাকিস্তান সফরে যাচ্ছে আগামীকাল বাংলাদেশ নারী দল। টার্গেট একটাই- বাছাই পর্বের লড়াইয়ে শীর্ষ দুইয়ে থাকা। বিশ্বকাপের টিকিট পেতে লড়বে ছয় দল। এই ছয় দলের মধ্যে শীর্ষ দুই দল সুযোগ পাবে মূল প্রতিযোগিতায় অংশ নেওয়ার। বাছাই পর্বের এই পরীক্ষায় পাস করার জন্য ভালোই প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ দল। সেই প্রস্তুতির সিরিয়াসনেস এমনই যে পুরো দল ঈদের সময়েও ক্রিকেট একাডেমিতেই ছিল।
কেউ ছুটিতে যায়নি! দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির কণ্ঠেও দৃঢ় প্রতিজ্ঞাই ঝরল। বললেন, ‘কোয়ালিফায়ার মানে হচ্ছে কোয়ালিফাই করতে যাচ্ছি এটাই সবচেয়ে বড় বিষয়। গতবারও আমাদের কোয়ালিফাই করে ওডিআই ওয়ার্ল্ড কাপ খেলতে হয়েছে। এবারো একই জিনিস। সরাসরি খেলার একটা সুযোগ ছিল আমাদের সামনে। কিন্তু আমরা সেই সুযোগ নিতে পারিনি। তবে এবারো বাছাই পর্বে আমরা ভালো খেলার প্রত্যাশা রাখি। সেই আশা পুরো করে বিশ্বকাপের মূল আসরে খেলতে পারব।’


আগামী ৯ এপ্রিল থেকে পাকিস্তানের লাহোরে শুরু হবে নারীদের বিশ্বকাপের বাছাই পর্বের এই আসর। এই বাছাই পর্বে বাংলাদেশের সঙ্গে খেলছে ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, থাইল্যান্ড ও স্বাগতিক পাকিস্তান। এই লড়াইয়ে শক্তির বিচারে দুটি ‘বড়’ দল ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের সঙ্গে একেবারে শেষে লড়বে বাংলাদেশ। অংশগ্রহণকারী বাকি দল আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও থাইল্যান্ড শক্তি ও অভিজ্ঞতার বিচারে বাংলাদেশের চেয়ে অনেক পিছিয়ে। শুরুতে এই তিন দলের বিরুদ্ধে জিতে ভালো একটা মোমেন্টাম নিয়ে বাংলাদেশ দল সামনে বাড়তে চায়। নিজেদের প্রত্যাশা অনুযায়ী খেলতে পারলে বাংলাদেশ নারী দল অবশ্য এই বাছাই পর্বের শীর্ষ দুই দলে থাকার সামর্থ্য রাখে বলে আত্মবিশ্বাসী অধিনায়ক জ্যোতি।

বিজ্ঞাপন

এই বাছাই পর্বে অংশ নিতে বাংলাদেশ দল আগামীকাল বৃহস্পতিবার পাকিস্তানের লাহোর রওনা হচ্ছে। আজ বুধবার মিরপুরে হোম অব ক্রিকেটে এক সংবাদ সম্মেলনে অধিনায়ক জ্যোতি এই বাছাই পর্বের প্রস্তুতি প্রসঙ্গে স্বস্তি জানালেন, ‘প্রস্তুতির জন্য দেখেন আমরা ঈদের ছুটিতে বাসায় যেতে পারিনি। ঈদের আগের দিনই প্র্যাকটিস করতে হয়েছে। আমরা সবাই জানি যে, দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ এই টুর্নামেন্ট। সেই সিরিয়াসনেস পুরো দলের মধ্যে রয়েছে। রোজার মধ্যেও আমরা অনুশীলন করেছি। আমরা লাহোরে পৌঁছে প্রস্তুতি ম্যাচ খেলব। সবমিলিয়ে বাছাই পর্বের লড়াইয়ে নামার আগে দলের প্রস্তুতি নিয়ে আমি সন্তুষ্ট। পুরো প্রস্তুত হয়েই আমরা খেলতে নামছি।’


বিশ্বকাপে খেলতে পারা মানেই বিশ্বসেরাদের সঙ্গে খেলা। বিশ্বসেরা হওয়ার সুযোগ অর্জন করা। সে প্রসঙ্গে এই বাছাই পর্বের গুরুত্ব প্রসঙ্গে অধিনায়ক জানালেন, ‘ যখন কোনো দল বিশ্বকাপ তথা আইসিসির ইভেন্টে খেলে তখন সেই দলের প্রতি সবার দৃষ্টিভঙ্গি বা সম্মানের মাত্রাটা উপরের দিকে থাকে। তাছাড়া বিশ্বকাপে খেলা একটা দলের জন্য আইসিসি থেকেও বিভিন্ন সুযোগ-সুবিধা পাওয়া যায়। ক্রিকেটারদের ক্যারিয়ারের জন্যও বিশ্বকাপ অনেক বড় একটা মাইলফলক। বিশ্বকাপে খেলার যোগ্যতা পাওয়া দলগুলো এফটিপির তালিকায় নাম লেখায়। অনেক বেশি ম্যাচ খেলার সুযোগ আসে সেই দলের সামনে। সেই সঙ্গে আর্থিক সুযোগ-সুবিধার বিষয়ও তো থাকে। এসব অনুষঙ্গ বিচার করলে বিশ্বকাপে খেলা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ বিষয়।’


প্রতিপক্ষ হিসেবে পাঁচটি দলের মধ্যে কার শক্তি কেমন এবং কোন দলের বিরুদ্ধে কী কৌশল নিয়ে লড়বে বাংলাদেশ, সেই পরিকল্পনা আগেভাগেই স্থির করে নিয়েছে দল। সেই রণপরিকল্পনা প্রসঙ্গে অধিনায়ক জ্যোতি জানালেন, আমার মনে হয় পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ দুটি দলই বিটঅ্যাবল। আমরা দুটি দলকেই আগে হারিয়েছি। পাকিস্তানের সঙ্গে রেগুলার বেসিসে খেলা হয়। হয়তো ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে তেমন নিয়মিত খেলি না। তবে সম্প্রতি আমরা তাদের বিরুদ্ধে খেলে একটা ম্যাচ জিতেছিও। সেই সূত্রে বলা যায় আমরা আত্মবিশ্বাসী। বাছাইয়ে আমরা আগে থাইল্যান্ড, স্কটল্যান্ড আর আয়ারল্যান্ডের সঙ্গে খেলব। তারপর ওয়েস্ট ইন্ডিজ এবং সবশেষে পাকিস্তানের মুখোমুখি হবো। শুরুর এই ম্যাচগুলোতে ভালোমতো জিততে পারলে আমরা একটা মোমেন্টাম পাবো। সেটাই ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান ম্যাচে কাজে লাগাবো।’

বাংলাদেশের সূচি

তারিখ ম্যাচ ভেন্যু

১০ এপ্রিল, ২০২৫ বাংলাদেশ-থাইল্যান্ড লাহোর সিটি

১৩ এপ্রিল, ২০২৫ বাংলাদেশ-আয়ারল্যান্ড গাদ্দাফি স্টেডিয়াম

১৫ এপ্রিল, ২০২৫ বাংলাদেশ-স্কটল্যান্ড গাদ্দাফি স্টেডিয়াম

১৭ এপ্রিল, ২০২৫ বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ লাহোর সিটি

১৯ এপ্রিল, ২০২৫ বাংলাদেশ-পাকিস্তান লাহোর সিটি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত