থাইল্যান্ডের বিপক্ষে দুটি ম্যাচ খেলবে নারী দল

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৫, ২২: ৫০

২০২৬ নারী এশিয়ান কাপ সামনে রেখে জাতীয় নারী দলকে নিয়ে বড় উদ্যোগ নিচ্ছে ফুটবল ফেডারেশন (বাফুফে)। এরই ধারাবাহিকতায় আগামী অক্টোবরে ফিফা উইন্ডোতে থাইল্যান্ডের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ নারী দল। ২৫ ও ২৮ অক্টোবর ম্যাচ দুটি হবে থাইল্যান্ডে। বাফুফের নারী উইং থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এই দুটি ম্যাচ খেলে জাপানে যাবে নারী দল।

বিজ্ঞাপন

সেখানে সপ্তাহের ক্যাম্প গড়বেন তারা। তবে কোনো ম্যাচ খেলবে না বাংলাদেশের মেয়েরা। কিন্তু সিঙ্গাপুর, হংকং, মালয়েশিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ খেলার চেষ্টা করছে বাফুফে।

অন্যদিকে, আগামী বছর মার্চে থাইল্যান্ডে এশিয়ান কাপ খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী দল। নারী ফুটবলাররা অনুশীলনের মধ্যেই থাকবে। এছাড়া বাংলাদেশে নারী ফুটবল লিগ শুরু হবে ১৫ ডিসেম্বর।


২০২৬ সালের ১ থেকে ২১ মার্চ অস্ট্রেলিয়ায় হবে এশিয়ান কাপ। বাংলাদেশের গ্রুপে আছে ৯ বারের চ্যাম্পিয়ন চীন ও তিনবারের চ্যাম্পিয়ন উত্তর কোরিয়া। আরেক প্রতিপক্ষ উজবেকিস্তান। ১২টি দল তিন গ্রুপে ভাগ হয়ে খেলবে। প্রত্যেক গ্রুপের সেরা দুটি করে মোট ছয় দল সরাসরি যাবে কোয়ার্টার ফাইনালে। তাদের সঙ্গে গ্রুপ পর্বে তৃতীয় হওয়া তিন দলের সেরা দুই দলও পাবে একই পর্বে খেলার সুযোগ।

ইসলামী আন্দোলনের সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের বৈঠক

শুক্র-শনিবারও চলবে বিমানবন্দরের শুল্কায়ন কার্যক্রম

প্রধান উপদেষ্টার আদেশে জুলাই সনদের আইনি রূপ দিতে হবে

নভেম্বরের মধ্যে তিস্তা মহাপরিকল্পনা শুরুর দাবিতে অবস্থান কর্মসূচি

আইআরআই’র সঙ্গে নির্বাচনের প্রক্রিয়া ও ইসির নিরপেক্ষতা নিয়ে আলোচনা এনসিপির

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত