জয়ে ফিরল ‘এ’ দল

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৫, ১৯: ৫৪

টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টে নর্দার্ন টেরিটরি স্ট্রাইককে ২২ রানে হারিয়েছে বাংলাদেশ ‘এ’ দল। টুর্নামেন্টে এটা নুরুল হাসান সোহানের দলের দ্বিতীয় জয়।

ডারউইনে আগে ব্যাটিংয়ে নেমে ব্যাটারদের ঝোড়ো ইনিংসে ১৭২ রানের সংগ্রহ পায় বাংলাদেশ ‘এ’ দল। জবাবে ১৫০ রানে থামে স্বাগতিক নর্দার্ন টেরিটরি। বাংলাদেশের হয়ে ব্যাট হাতে ২৩ বলে ৩৫ রান করেন নুরুল হাসান সোহান। বল হাতে দুটি করে উইকেট নেন হাসান মাহমুদ, তোফায়েল আহমেদ ও রাকিবুল হাসান।

বিজ্ঞাপন

বাংলাদেশের ছুড়ে দেওয়া ১৭৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে জর্ডান সিল্ক ও কনর করল ছাড়া নর্দার্ন টেরিটরি স্ট্রাইকের আর কোনো ব্যাটার বড় সংগ্রহ গড়তে পারেননি। সিল্কের ব্যাটে আসে সর্বোচ্চ ৪৮ রান। এছাড়া করল করেন ৩০ বলে ৩৩ রান। বাংলাদেশের হয়ে রাকিবুল হাসান ২২ রানে নেন দুই উইকেট। তাতে নর্দার্ন টেরিটরি স্ট্রাইকের ইনিংস থামে মাত্র ১৫০ রানে।

আগে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ পায় ঝোড়ো শুরু। দুই ওপেনার নাঈম শেখ ও জিসান আলম এনে দেন ঝোড়ো শুরু। নাঈম ১১ বলে ২৫ ও জিসান ২৩ বলে করেন ৩০ রান। এছাড়া সোহান ২৩ বলে খেলেন ৩৫ রানের ঝোড়ো ইনিংস। দলের হয়ে সর্বোচ্চ ৪১ রান করা আফিফ হোসেন ধ্রুব নিজের ইনিংসে খেলেছেন ৪০ বল। ইয়াসির আলী রাব্বি ১৩ বলে করেন ২৫ রান। নর্দার্ন টেরিটরি স্ট্রাইকের হয়ে টম মেনজিস ৪৩ রানে নেন দুই উইকেট।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ ‘এ’: ১৭২/৪, ২০ ওভার (আফিফ ৪০, সোহান ৩৫, মেনজিস ২/৪৩)

নর্দার্ন টেরিটরি স্ট্রাইক: ১৫০/৭, ২০ ওভার (সিল্ক ৪৮, করল ৩৩, রাকিবুল ২/২২)

ফল: বাংলাদেশ ‘এ’ দল ২২ রানে জয়ী।

ম্যাচসেরা: নুরুল হাসান সোহান।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত