বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে জ্যোতিদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ১৫ জুলাই ২০২৫, ২৩: ০৯

নারী ওয়ানডে বিশ্বকাপের আগে কোনো সিরিজ না খেলেই প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। ম্যাচ খেলার সেই ঘাটতি কাটাতে বিশ্বকাপের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে নিগার সুলতানা জ্যোতির দল। গতকাল আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচের সূচি ঘোষণা করেছে।

বিজ্ঞাপন

আগামী ২৫ ও ২৭ সেপ্টেম্বর প্রস্তুতি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। ২৫ সেপ্টেম্বর কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।

দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে ২৭ সেপ্টেম্বর। বিশ্বকাপে অংশ নেওয়া ৮ দলের মধ্যে অস্ট্রেলিয়া ছাড়া বাকি ৭ দলই দুটি করে প্রস্তুতি ম্যাচ খেলবে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত