আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ডিপিএলে আবাহনী-মোহামেডানের জয়

স্পোর্টস রিপোর্টার
ডিপিএলে আবাহনী-মোহামেডানের জয়

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সুপার লিগের দ্বিতীয় রাউন্ডে আবাহনীর পাশাপাশি জয় পেয়েছে শিরোপা দৌড়ে এগিয়ে থাকা মোহামেডান। তবে এদিন গাজী গ্রুপের কাছে হেরেছে লিজেন্ডস অব রূপগঞ্জ। মিরপুরে গুলশানের বিপক্ষে ৫০ রানের জয় পেয়েছে আবাহনী। বিকেএসপিতে অগ্রণীর বিপক্ষে ৭ উইকেটের জয় পেয়েছে মোহামেডান। অন্যদিকে লিজেন্ডস অব রূপগঞ্জকে ৭ উইকেটে হারিয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স।

মিরপুরে আগে ব্যাটিংয়ে নেমে পারভেজ হোসেন ইমনের ৮৩ রানে ভর করে ২৭৮ রানে থামে আবাহনীর ইনিংস। এ ছাড়া ৪৫ রান আসে মোহাম্মদ মিঠুনের ব্যাটে। জবাবে নিহাদুজ্জামানের ৮২ রানের পরও গুলশানের ইনিংস থামে ২২৮ রানে। আবাহনীর হয়ে এসএম মেহেরব ও রাকিবুল হাসান দুটি করে উইকেট নেন। বিকেএসপির তিন নম্বর মাঠে অমিত হাসানের ৪০ ও ইমরুল কায়েসের ৪১ রানে ভর করে ৯ উইকেটে ২৪০ রানে থামে অগ্রণী ব্যাংক। মোহামেডানের হয়ে ৪৭ রানে চার উইকেট নেন মোহাম্মদ সাইফউদ্দিন। জবাবে রনি তালুকদারের ১২২ ও আনিসুল ইসলাম ইমনের ৭৫ রানে জয় নিশ্চিত করে মোহামেডান। অগ্রণীর হয়ে আরিফ আহমেদ ৪৪ রানে নেন তিন উইকেট।

বিজ্ঞাপন

বিকেএসপির অন্য ম্যাচে লিজেন্ডস অব রূপগঞ্জ হেরেছে গাজী গ্রুপের কাছে। সাইফ হাসানের ৫২ ও তানজিদ তামিমের ৬৮ রানে ভর করে মাত্র ২২৩ রানে থামে লিজেন্ডস অব রূপগঞ্জের ইনিংস। গাজী গ্রুপের হয়ে ৩৬ রানে ৫ উইকেট নেন শেখ পারভেজ জীবন। জবাবে এনামুল হক বিজয়ের ১১০ ও সালমান হোসেন ইমনের ৩৮ রানে ভর করে জয় নিশ্চিত করে গাজী গ্রুপ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন