ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) অলিখিত ফাইনালে আবাহনীর কাছে ৬ উইকেটে হেরে শিরোপা জিততে পারেনি মোহামেডান। ম্যাচ হেরে মাঠ ছাড়ার সময় গ্যালারি থেকে 'ভুয়া,ভুয়া' স্লোগান দেন মোহামেডান সমর্থকরা। তাতেই ক্ষিপ্ত হয়ে দর্শক পেটাতে গ্যালারিতে উঠে যান মাহমুদউল্লাহ রিয়াদ।
শুধু গ্যালারিতে উঠেই ক্ষান্ত ছিলেন না। দর্শককে পেটানোর মতো নিকৃষ্ট কাজও করেন মাহমুদউল্লাহ রিয়াদ। পরে উত্তেজিত রিয়াদকে গ্যালারি থেকে নামিয়ে আনেন মোহামেডান ম্যানেজার সাজ্জাদ আহমেদ শিপনসহ অন্যান্য কর্মকর্তারা।
রিয়াদের মতো অভিজ্ঞ ক্রিকেটারের এমন আচরণে বেশ হতবাক মাঠে উপস্থিত দর্শক, সমর্থক ও সাংবাদিকসহ অন্যরা। মাঠে এতো আগ্রাসী আচরণ করা রিয়াদ ব্যাট হাতে করেছিলেন ৫০ রান।

