হ্যাটট্রিক জয়ের খোঁজে ফিল্ডিংয়ে রংপুর

স্পোর্টস রিপোর্টার, সিলেট থেকে
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৫, ১৮: ১৬
আপডেট : ০২ জানুয়ারি ২০২৫, ১৮: ২৯

বিপিএলে আজ দিনের দ্বিতীয় ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে মাঠে নেমেছে রংপুর রাইডার্স। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুদ্রা নিক্ষেপে জয়ী হয়েছেন রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান। আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

এবারের বিপিএলে নিজেদের প্রথম ২ ম্যাচে টানা জয় তুলে নেয় রংপুর। তাদের সামনে আজ হ্যাটট্রিক জয়ের সুযোগ। অন্যদিকে বরিশালের শুরুটাও হয় জয় দিয়ে। এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচে দুর্বার রাজশাহীকে ৪ উইকেটে হারায় তারা।

বিজ্ঞাপন

রংপুর রাইডার্স: নুরুল হাসান সোহান (অধিনায়ক), অ্যালেক্স হেলস, খুশদিল শাহ, সাইফ হাসান, কামরুল ইসলাম রাব্বি, ইফতিখার আহমেদ, নাহিদ রানা, মেহেদি হাসান, আজিজুল হাকিম তামিম, তৌফিক খান, আকিফ জাভেদ।

ফরচুন বরিশাল: তামিম ইকবাল (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, কাইল মায়ার্স, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ নবি, ফাহিম আশরাফ, শাহিন আফ্রিদি, তানভির ইসলাম, ইকবাল হোসেন ইমন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত