আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ফুটবল ইতিহাসে সর্বোচ্চ উচ্চতার ভাস্কর্য হচ্ছে মেসির

স্পোর্টস ডেস্ক
ফুটবল ইতিহাসে সর্বোচ্চ উচ্চতার ভাস্কর্য হচ্ছে মেসির

লিওনেল মেসি ভারতে আসছেন, এ খবর পুরনো। আর্জেন্টাইন মহাতারকার বহুল প্রতীক্ষিত ‘গোট ইন্ডিয়া ট্যুর ২০২৫’র উন্মাদনা ছড়িয়ে পড়েছে চারদিকে। যে উন্মাদনার অন্যতম আকর্ষণ মেসির ভাস্কর্য। যেটি ফুটবল ইতিহাসেরই সর্বোচ্চ উচ্চতার ভাস্কর্য।


আগামীকাল ভারতে পা রাখবেন মেসি। বিশ্বকাপজয়ী এই কিংবদন্তি আগামী ১৩, ১৪ এবং ১৫ ডিসেম্বর তিন দিনে চারটি শহর জুড়ে সফর করবেন। ২০১১ সালের পর এটাই হবে মেসির প্রথম ভারত সফর। আর ‘এলএম টেনের’ সফল সূচিতে রয়েছে ভাষ্কর্য উন্মোচন। কলকাতায় ৭০ ফুট উচ্চতার বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন অধিনায়কের ভাষ্কর্য উন্মোচিত হবে। এখন পর্যন্ত ফুটবল ইতিহাসে কোনো ফুটবলারের এত উচ্চতার ভাস্কর্যের নজির নেই। 


মেসি ভ্রমণ করবেন কলকাতা, হায়দ্রাবাদ, মুম্বাই ও নয়াদিল্লিতে। প্রতিটি শহরেই থাকছে ভিন্ন ভিন্ন আয়োজন। সফরের বেশ কয়েকটি অংশে মেসির সঙ্গে যোগ দেবেন তার ইন্টার মায়ামি সতীর্থ লুইস সুয়ারেজ এবং আর্জেন্টিনার মিডফিল্ডার রদ্রিগো ডি পল। 

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন