স্পোর্টস ডেস্ক
ব্রাজিলিয়ান সিরি’এতে খুব বাজে একটা দিন পার করলেন নেইমার। ভাস্কো দ্য গামার কাছে ৬-০ গোলে হেরেছে তার দল সান্তোস। এটা তারকা ফরোয়ার্ডের ক্যারিয়ারের সবচেয়ে বড় হারের অভিজ্ঞতা। এভাবে হেরে লজ্জিত নেইমার। অন্যদিকে এই হারের পর চাকরি হারিয়েছেন সান্তোসের কোচ ক্লেবার জাভিয়ের।
এস্তাদিও দো মরুম্বিতে প্রথমার্ধে এক গোল হজম করে সান্তোস। দ্বিতীয়ার্ধে তাদের রক্ষণ চূর্ণ করে পাঁচবার গোল উৎসব করে ভাস্কো। তাদের ফরোয়ার্ডদের দাপটের সামনে পুরোপুরি অসহায় ছিল সান্তোস।
এমন হার মেনে নিতে না পেরে ম্যাচ শেষে কান্নায় ভেঙে পড়েন নেইমার। তাকে সান্ত্বনা দিতে এগিয়ে আসেন এক স্টাফ। তাতেও কাজ হয়নি। অঝোরে কেঁদে গেছেন সাবেক আল হিলাল তারকা।
নেইমারের মতো একজন বড় তারকা দলে থাকায় এমন হার মেনে নিতে কষ্ট হচ্ছে সমর্থকদের। তাই ব্রাজিলিয়ান তারকার ওপর ক্ষোভ প্রকাশ করেছেন তারা। সেটা মাথা পেতে নিয়েছেন নেইমার।
নেইমার বলেন, ‘এমন হার আমাকে লজ্জিত করেছে। দলের পারফরম্যান্স আমি খুবই হতাশ। এভাবে হারার পর সমর্থকরা প্রতিবাদ করবেই। তাদের সে অধিকার আছে। তবে অবশ্যই সেটা কোনো রকম সহিংসতা ছাড়া। তারা সমালোচনা বা গালিগালাজ করুক। তারা সে অধিকার সংরক্ষণ করে।’
নেইমার আরো বলেন, ‘এই অনুভূতি কতটা বাজে সেটা আমি বলে বোঝাতে পারব না। এর আগে কখনও এমন অভিজ্ঞতার মুখোমুখি হয়নি। অবশেষে এমন বাজে দিনের মুখোমুখি হতে হলো। এমন বাজে পারফরম্যান্সের পর রাগ থেকে আমার কান্না চলে এসেছে। বাস্তবতা হলো- আমি তো আর সবকিছুতে দলকে সাহায্য করতে পারব না। বাস্তবতা হলো, দিনটা আমাদের জন্য খুবই বাজে ছিল।’
এদিকে বরখাস্ত করা জাভিয়েরের সামনের দিনগুলোর জন্য শুভকামনা জানিয়েছে সান্তোস। চলতি বছরই এই ক্লাবটি দিয়ে প্রথমবারের মতো পূর্ণকালীন কোচের পদে বসেন জাভিয়ের।
ব্রাজিলিয়ান সিরি’এতে খুব বাজে একটা দিন পার করলেন নেইমার। ভাস্কো দ্য গামার কাছে ৬-০ গোলে হেরেছে তার দল সান্তোস। এটা তারকা ফরোয়ার্ডের ক্যারিয়ারের সবচেয়ে বড় হারের অভিজ্ঞতা। এভাবে হেরে লজ্জিত নেইমার। অন্যদিকে এই হারের পর চাকরি হারিয়েছেন সান্তোসের কোচ ক্লেবার জাভিয়ের।
এস্তাদিও দো মরুম্বিতে প্রথমার্ধে এক গোল হজম করে সান্তোস। দ্বিতীয়ার্ধে তাদের রক্ষণ চূর্ণ করে পাঁচবার গোল উৎসব করে ভাস্কো। তাদের ফরোয়ার্ডদের দাপটের সামনে পুরোপুরি অসহায় ছিল সান্তোস।
এমন হার মেনে নিতে না পেরে ম্যাচ শেষে কান্নায় ভেঙে পড়েন নেইমার। তাকে সান্ত্বনা দিতে এগিয়ে আসেন এক স্টাফ। তাতেও কাজ হয়নি। অঝোরে কেঁদে গেছেন সাবেক আল হিলাল তারকা।
নেইমারের মতো একজন বড় তারকা দলে থাকায় এমন হার মেনে নিতে কষ্ট হচ্ছে সমর্থকদের। তাই ব্রাজিলিয়ান তারকার ওপর ক্ষোভ প্রকাশ করেছেন তারা। সেটা মাথা পেতে নিয়েছেন নেইমার।
নেইমার বলেন, ‘এমন হার আমাকে লজ্জিত করেছে। দলের পারফরম্যান্স আমি খুবই হতাশ। এভাবে হারার পর সমর্থকরা প্রতিবাদ করবেই। তাদের সে অধিকার আছে। তবে অবশ্যই সেটা কোনো রকম সহিংসতা ছাড়া। তারা সমালোচনা বা গালিগালাজ করুক। তারা সে অধিকার সংরক্ষণ করে।’
নেইমার আরো বলেন, ‘এই অনুভূতি কতটা বাজে সেটা আমি বলে বোঝাতে পারব না। এর আগে কখনও এমন অভিজ্ঞতার মুখোমুখি হয়নি। অবশেষে এমন বাজে দিনের মুখোমুখি হতে হলো। এমন বাজে পারফরম্যান্সের পর রাগ থেকে আমার কান্না চলে এসেছে। বাস্তবতা হলো- আমি তো আর সবকিছুতে দলকে সাহায্য করতে পারব না। বাস্তবতা হলো, দিনটা আমাদের জন্য খুবই বাজে ছিল।’
এদিকে বরখাস্ত করা জাভিয়েরের সামনের দিনগুলোর জন্য শুভকামনা জানিয়েছে সান্তোস। চলতি বছরই এই ক্লাবটি দিয়ে প্রথমবারের মতো পূর্ণকালীন কোচের পদে বসেন জাভিয়ের।
দারুণ ফর্মে রয়েছে রিয়াল মাদ্রিদ। ঘরোয়া থেকে ইউরোপিয়ান ফুটবল- প্রতিটি জায়গাতেই দাপট দেখিয়ে চলেছে কোচ জাবি আলোনসোর শিষ্যরা। লা লিগায় এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলে জিতেছে ৮টিতেই। হার বলতে একটিতে।
৫ ঘণ্টা আগেদারুণ সময় কাটছে আর্সেনালের। আগে থেকেই জয়ের ছন্দে ছিল কোচ মিকেল আর্তেতার শিষ্যরা। ছুটে চলছিল জয়ে রথে চেপে। তার ধারাবাহিকতায় চ্যাম্পিয়নস লিগে তুলে নিয়েছে আরও একটি বড় জয়। ইংলিশ জায়ান্ট ক্লাবটি ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদকে। সব ধরনের টুর্নামেন্ট মিলিয়ে এনিয়ে টানা ছয় ম্যাচে জয় পেল ক্লাবটি।
৫ ঘণ্টা আগেবার্সেলোনাকে হারানোর পর থেকেই সময়টা যেন ভালো যাচ্ছিল না। মাঠের পারফরম্যান্সে কোথায় যেন খেই হারিয়ে ফেলেছিল পিএসজি। ফরাসি লিগ ওয়ানে হোঁচট খেয়ে বসে পরপর দুই ম্যাচে। স্ত্রাসবুর্গের বিপক্ষে ছয় গোলের থ্রিলার ম্যাচে জয়বঞ্চিত হয়েছে দলটি।
৬ ঘণ্টা আগেবাবা ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো ছেলেও খেলবেন পর্তুগালের জাতীয় দলে। স্বপ্নের সেই পথে একটু একটু করে এগোচ্ছেন তনয় ক্রিশ্চিয়ানো জুনিয়র। গত মে’তে পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দলে জায়গা পেয়েছিলেন।
৯ ঘণ্টা আগে