৬ গোল হজম করে লজ্জিত নেইমার, চাকরি গেল কোচের

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৫, ১০: ৫২
আপডেট : ১৮ আগস্ট ২০২৫, ১১: ১৩

ব্রাজিলিয়ান সিরি’এতে খুব বাজে একটা দিন পার করলেন নেইমার। ভাস্কো দ্য গামার কাছে ৬-০ গোলে হেরেছে তার দল সান্তোস। এটা তারকা ফরোয়ার্ডের ক্যারিয়ারের সবচেয়ে বড় হারের অভিজ্ঞতা। এভাবে হেরে লজ্জিত নেইমার। অন্যদিকে এই হারের পর চাকরি হারিয়েছেন সান্তোসের কোচ ক্লেবার জাভিয়ের।

এস্তাদিও দো মরুম্বিতে প্রথমার্ধে এক গোল হজম করে সান্তোস। দ্বিতীয়ার্ধে তাদের রক্ষণ চূর্ণ করে পাঁচবার গোল উৎসব করে ভাস্কো। তাদের ফরোয়ার্ডদের দাপটের সামনে পুরোপুরি অসহায় ছিল সান্তোস।

বিজ্ঞাপন

এমন হার মেনে নিতে না পেরে ম্যাচ শেষে কান্নায় ভেঙে পড়েন নেইমার। তাকে সান্ত্বনা দিতে এগিয়ে আসেন এক স্টাফ। তাতেও কাজ হয়নি। অঝোরে কেঁদে গেছেন সাবেক আল হিলাল তারকা।

নেইমারের মতো একজন বড় তারকা দলে থাকায় এমন হার মেনে নিতে কষ্ট হচ্ছে সমর্থকদের। তাই ব্রাজিলিয়ান তারকার ওপর ক্ষোভ প্রকাশ করেছেন তারা। সেটা মাথা পেতে নিয়েছেন নেইমার।

নেইমার বলেন, ‘এমন হার আমাকে লজ্জিত করেছে। দলের পারফরম্যান্স আমি খুবই হতাশ। এভাবে হারার পর সমর্থকরা প্রতিবাদ করবেই। তাদের সে অধিকার আছে। তবে অবশ্যই সেটা কোনো রকম সহিংসতা ছাড়া। তারা সমালোচনা বা গালিগালাজ করুক। তারা সে অধিকার সংরক্ষণ করে।’

নেইমার আরো বলেন, ‘এই অনুভূতি কতটা বাজে সেটা আমি বলে বোঝাতে পারব না। এর আগে কখনও এমন অভিজ্ঞতার মুখোমুখি হয়নি। অবশেষে এমন বাজে দিনের মুখোমুখি হতে হলো। এমন বাজে পারফরম্যান্সের পর রাগ থেকে আমার কান্না চলে এসেছে। বাস্তবতা হলো- আমি তো আর সবকিছুতে দলকে সাহায্য করতে পারব না। বাস্তবতা হলো, দিনটা আমাদের জন্য খুবই বাজে ছিল।’

এদিকে বরখাস্ত করা জাভিয়েরের সামনের দিনগুলোর জন্য শুভকামনা জানিয়েছে সান্তোস। চলতি বছরই এই ক্লাবটি দিয়ে প্রথমবারের মতো পূর্ণকালীন কোচের পদে বসেন জাভিয়ের।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত