নতুন নামে ফুটবল লিগ শুরু আজ

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১৩: ২৬

দেশের ফুটবলের সর্বোচ্চ স্তরের প্রতিযোগিতা শুরু হওয়ার আগের দিন বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ফেসবুকে নিজেদের অফিশিয়াল পেজে এক বিজ্ঞপ্তি টাঙিয়ে জানায়, প্রিমিয়ার লিগের নাম পরিবর্তন করেছে তারা। বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্লাবগুলোর প্রতিনিধির সঙ্গে বাফুফে পেশাদার লিগ ম্যানেজমেন্ট কমিটি সভার করার পর বাফুফে কার্যনির্বাহী কমিটি লিগের নতুন নামকরণ করার সিদ্ধান্ত নিয়েছে। ‘বাংলাদেশ প্রিমিয়ার লিগ’ নাম পরিবর্তন করে এখন ‘বাংলাদেশ ফুটবল লিগ’ নামকরণ করা হয়েছে। আজ থেকে বাংলাদেশ ফুটবল লিগ (বিএফএল) নামেই ঘরোয়া ফুটবলের শীর্ষ লিগ শুরু হবে। এর আগেও বেশ কয়েকবার লিগের নাম বদল হয়েছে। ২০০৭ সালে এশিয়ান ফুটবল কনফেডারেশনের সুপারিশ ও চাপের ভিত্তিতে ‘বি লিগ’ নামকরণ করা হয়েছিল। ২০০৮ সালে ‘বি লিগ’ সম্প্রসারণ হয়েছে বাংলাদেশ লিগ নামে। এরপর ২০১১ সালে লিগের নতুন নাম হয় বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগ।


নতুন নামে শুরু হতে যাওয়া আজ লিগের উদ্বোধনী দিন দুটি ম্যাচ রয়েছে। বেলা ২টা ৪৫ মিনিটে মানিকগঞ্জের শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে আরামবাগ ক্রীড়াচক্র ও ফকিরেরপুল ইয়াংমেন্স ক্লাব পরস্পরের বিপক্ষে মাঠে নামবে। একই সময়ে মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে আবাহনীর বিপক্ষে খেলবে রহমতগঞ্জ।
ফুটবল লিগ শুরুর আগেই বিতর্কের জন্ম দিয়েছে। লিগ শুরুর আগের দিন নাম পরিবর্তন ঘটনার আগে ফিকশ্চার নিয়ে আপত্তি জানায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মোহামেডান। ক্লাবের সঙ্গে কোনো ধরনের আলাপ-আলোচনা ছাড়াই নিজেদের মতো করে পেশাদার লিগ কমিটি ফিকশ্চার করেছে বলে দাবি করেন মোহামেডানের ম্যানেজার ইমতিয়াজ আহমেদ নকীব। এই অনিয়মের কারণে বিদ্যমান পেশাদার লিগ কমিটি বিলুপ্ত করার দাবি জানিয়ে বাফুফে সভাপতি বরাবর চিঠিও দিয়েছে তারা। শুধু তাই নয়, ক্লাবগুলোর হোম ভেন্যু নির্ধারণ ঘিরেও জটিলতার তৈরি হয়। তা ছাড়া দক্ষিণ এশিয়ান ফুটবলারদের দেশি খেলোয়াড় হিসেবে বিবেচনা করার যে সিদ্ধান্ত নিয়েছে পেশাদার লিগ কমিটি, সেটি নিয়েও প্রশ্ন উঠছে।

বিজ্ঞাপন

বিষয়:

বাফুফে
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত