বিশ্বকাপের টিকিট কেটেছে তিউনিসিয়া। এ নিয়ে ফুটবলের বিশ্বমঞ্চে টানা তৃতীয়বারের মতো জায়গা করে নিয়েছে আফ্রিকার দেশটি। আফ্রিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে সোমবার রাতে ইকুয়েটোরিয়াল গিনিকে ১-০ গোলে হারিয়েছে তিউনিসিয়া।
কষ্টার্জিত এ জয়ে দুই ম্যাচ হাতে রেখে ২০২৬ বিশ্বকাপের বৈশ্বিক আসরে পা রেখেছে দলটি। ইনজুরি টাইমের চতুর্থ মিনিটে একমাত্র জয়সূচক গোলটি উপহার দিয়ে তিউনিসিয়ার জয়ের নায়ক বনে যান মিডফিল্ডার মোহামেদ বেন।
বাছাই পর্বে ৮ ম্যাচ খেলে ৭ জয় ও এক ড্রয়ে তিউনিসিয়ার পুঁজি এখন ২২ পয়েন্ট। ৭ ম্যাচে ১২ পয়েন্টের সংগ্রহ নিয়ে ‘এইচ’ গ্রুপের তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে নামিবিয়া।

