আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইউরোপিয়ান ফুটবল

পিএসজিকে রুখলেন ‘ছোট’ এমবাপ্পে

স্পোর্টস রিপোর্টার

পিএসজিকে রুখলেন ‘ছোট’ এমবাপ্পে
ইথান এমবাপ্পে

আগের ম্যাচে দুর্দান্ত খেলেছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে আগের ম্যাচে বার্সেলোনাকে হারিয়েছে কোচ লুইস এনরিকের শিষ্যরা। সেই দুরন্ত জয়ের স্বাদ ভুলে গেছে তারা ঠিক পরেরই ম্যাচে। ঘরোয়া ফুটবলে ফিরতেই হোঁচট খেল পিএসজি। ফরাসি লিগ ওয়ানে ফরাসি চ্যাম্পিয়নদের ১-১ গোলে রুখে দিয়েছে এসসি লিল। অন্যদিকে ইউরোপিয়ান ফুটবলে রোববার রাতে জয় থেকে বঞ্চিত হয়েছে আরো তিন জায়ান্ট ক্লাব। ইতালিয়ান লিগ সিরি’এতে জুভেন্টাসকে গোলশূন্য (০-০) থেকে গেছে জুভেন্টাস-এসি মিলানের মধ্যকার লড়াই। আর লা লিগায় অ্যাটলেটিকো মাদ্রিদকে ১-১ গোলে আটকে দিয়েছে সেল্টা ভিগো।

বিজ্ঞাপন

লিলের ঘরের মাঠ ডেকাথলন এরিনায় (স্টেড পিয়েরে-মাউরয়) গোলের জন্য হন্যে হয়ে খেলেছে পিএসজি। আক্রমণ-পাল্টা আক্রমণে নাস্তানাবুদ করার চেষ্টা করেছে তারা প্রতিপক্ষকে। কিন্তু লিলের রক্ষণভাগের দৃঢ়তায় প্রথমার্ধে গোলের দেখা পায়নি প্যারিসের জায়ান্ট ক্লাবটি। সফরকারীদের মতো জাল কাঁপাতে পারেনি স্বাগতিকরাও। ফলে গোল শূন্য থেকে বিরতিতে যায় দুদল।

দ্বিতীয়ার্ধেও গোলের দেখা যেন পাচ্ছিল না কোনো দলই। ম্যাচের ডেডলক ভাঙতে লেগে যায় অনেকটা সময়। শেষে ম্যাচের ৬৬ মিনিটে গোল এনে দেন বদলি হিসেবে মাঠে নামা নুনো মেনদেস। তার একক প্রচেষ্টার গোলেই লিড পায় অতিথি পিএসজি। সমতায় ফিরতে লড়াই করে যাচ্ছিল লিলের ফুটবলাররা। তবে তাদের হতাশ হতে হয়নি। ম্যাচ শেষের বাঁশি বাজার পাঁচ মিনিট আগে লিলকে সমতায় ফেরান কিলিয়ান এমবাপ্পের ছোট ভাই ইথান এমবাপ্পে। বদলি হিসেবে মাঠে নামার চার মিনিটের মধ্যেই পুরোনো ক্লাবের জালে বল জড়িয়ে দেন তিনি। এটি তার ক্যারিয়ারের দ্বিতীয় গোল। গত মাসে তুলোর বিপক্ষেও শেষ দিকে গোল এনে দিয়েছিলেন ইথান। গ্যালারিতে বসে ছোট ভাইকে উৎসাহ দিয়ে যাচ্ছিলেন কিলিয়ান এমবাপ্পে। তাই তো কৃতজ্ঞস্বরূপ গোল করেই বড় ভাইয়ের মতো ক্রসড-আর্ম উদযাপন করেন ইথান।

দুই সহোদর এক সময় খেলতেন পিএসজির জার্সি গায়ে। ২৬ বছরের কিলিয়ান তো সুপারস্টার। ৩০৮ ম্যাচ খেলে ২৫৬ গোল পেয়ে পিএসজির সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। কিন্তু ইথান পিএসজির হয়ে খেলেছেন মাত্র পাঁচ ম্যাচ। তবে কোনো গোলের দেখা পাননি। ১৮ বছরের এ মিডফিল্ডারকে পিএসজি ছেড়ে দিয়েছে ২০২৪ সালে। ঠিক সে গ্রীষ্মে তার বড় ভাই কিলিয়ান এমবাপ্পে পার্ক দেস প্রিসেন্স ছেড়ে নাম লিখেন রিয়াল মাদ্রিদে।

একনজরে

লিল ১-১ পিএসজি

জুভেন্টাস ০-০ এসি মিলান

সেল্টা ভিগো ১-১ অ্যাটলেটিকো মাদ্রিদ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন