জয়ের পর পিএসজির ট্রফি প্রদর্শন

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫, ১২: ২৮
আপডেট : ২৪ আগস্ট ২০২৫, ১২: ০৪

ফরাসি লিগ ওয়ানে জয়ের ধারা অব্যাহত রেখেছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। মৌসুমে নিজেদের দ্বিতীয় ম্যাচে অ্যাঞ্জার্সকে ১-০ গোলে হারিয়েছে প্যারিসিয়ানরা। ন্যূনতম ব্যবধানে পাওয়া এই জয়ের পর ট্রফি উৎসবে মেতেছিল তারা।

ন্যান্টসকে হারিয়ে গত ১৮ আগস্ট নতুন লিগ মৌসুম শুরু করে পিএসজি। সে ম্যাচটি হয়েছিল প্রতিপক্ষের মাঠে। দ্বিতীয় ম্যাচে এসে প্রথমবারের মতো চেনা দূর্গ পার্ক দে প্রিন্সেসে খেলতে নামে পিএসজি। তাই এদিন ম্যাচ শেষে মাঠে নিজেদের সমর্থকদের সামনে পাঁচটি ট্রফি প্রদর্শন করে জায়ান্টরা।

বিজ্ঞাপন

গত মৌসুমটা স্বপ্নের মতো গেছে পিএসজির। এ সময় উয়েফা চ্যাম্পিয়নস লিগসহ মোট পাঁচটি শিরোপা জেতে ফ্রান্সের শীর্ষ ক্লাবটি। বাকি শিরোপাগুলো হলো ফরাসি লিগ ওয়ান, কোপ ডে ফ্রান্স, ফ্রেঞ্চ সুপার কাপ ও উয়েফা সুপার কাপ।

অ্যাঞ্জার্সের বিপক্ষে ম্যাচ শেষে জমকালো আয়োজনে সতীর্থ ও ভক্তদের সাক্ষী রেখে সবগুলো শিরোপা মাঠে আনেন পিএসজির অধিনায়ক মারকুইনহোস। এরপর ভক্তদের নিয়ে শিরোপা উদযাপন করেন খেলোয়াড়রা- হয়েছে ফটোসেশন।

দল জিতলেও ম্যাচটি ভালো যায়নি উসমান ডেম্বেলের। প্রথমার্ধে স্পট কিক থেকে গোল করতে ব্যর্থ হন ব্যালন ডি’অরের অন্যতম দাবিদার। ক্রসবারের ওপর দিয়ে উড়িয়ে মারেন এই ফরোয়ার্ড।

ডেম্বেলের মতো পিএসজির অন্যান্য ফরোয়ার্ডরাও গোলের সুযোগ হাতছাড়া করেছেন। তাই একচেটিয়া আধিপত্য দেখালেও জয়ের ব্যবধান বড় করতে পারেনি স্বাগতিকরা। ফিনিশিংয়ের ব্যর্থতার দিনে বিরতি থেকে ফেরার ৫ মিনিট পর ব্যবধান গড়ে দেওয়া একমাত্র গোলটির দেখা পায় পিএসজি।

পিএসজিকে লিড এনে দেন ফাবিয়ান রুইজ। ২ ম্যাচ শেষে টেবিলের শীর্ষে আছে জায়ান্টরা। তাদের সংগ্রহ ৬ পয়েন্ট। ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান করছে মোনাকো।

বিষয়:

পিএসজি
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত