স্পোর্টস ডেস্ক
ফরাসি লিগ ওয়ানে জয়ের ধারা অব্যাহত রেখেছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। মৌসুমে নিজেদের দ্বিতীয় ম্যাচে অ্যাঞ্জার্সকে ১-০ গোলে হারিয়েছে প্যারিসিয়ানরা। ন্যূনতম ব্যবধানে পাওয়া এই জয়ের পর ট্রফি উৎসবে মেতেছিল তারা।
ন্যান্টসকে হারিয়ে গত ১৮ আগস্ট নতুন লিগ মৌসুম শুরু করে পিএসজি। সে ম্যাচটি হয়েছিল প্রতিপক্ষের মাঠে। দ্বিতীয় ম্যাচে এসে প্রথমবারের মতো চেনা দূর্গ পার্ক দে প্রিন্সেসে খেলতে নামে পিএসজি। তাই এদিন ম্যাচ শেষে মাঠে নিজেদের সমর্থকদের সামনে পাঁচটি ট্রফি প্রদর্শন করে জায়ান্টরা।
গত মৌসুমটা স্বপ্নের মতো গেছে পিএসজির। এ সময় উয়েফা চ্যাম্পিয়নস লিগসহ মোট পাঁচটি শিরোপা জেতে ফ্রান্সের শীর্ষ ক্লাবটি। বাকি শিরোপাগুলো হলো ফরাসি লিগ ওয়ান, কোপ ডে ফ্রান্স, ফ্রেঞ্চ সুপার কাপ ও উয়েফা সুপার কাপ।
অ্যাঞ্জার্সের বিপক্ষে ম্যাচ শেষে জমকালো আয়োজনে সতীর্থ ও ভক্তদের সাক্ষী রেখে সবগুলো শিরোপা মাঠে আনেন পিএসজির অধিনায়ক মারকুইনহোস। এরপর ভক্তদের নিয়ে শিরোপা উদযাপন করেন খেলোয়াড়রা- হয়েছে ফটোসেশন।
দল জিতলেও ম্যাচটি ভালো যায়নি উসমান ডেম্বেলের। প্রথমার্ধে স্পট কিক থেকে গোল করতে ব্যর্থ হন ব্যালন ডি’অরের অন্যতম দাবিদার। ক্রসবারের ওপর দিয়ে উড়িয়ে মারেন এই ফরোয়ার্ড।
ডেম্বেলের মতো পিএসজির অন্যান্য ফরোয়ার্ডরাও গোলের সুযোগ হাতছাড়া করেছেন। তাই একচেটিয়া আধিপত্য দেখালেও জয়ের ব্যবধান বড় করতে পারেনি স্বাগতিকরা। ফিনিশিংয়ের ব্যর্থতার দিনে বিরতি থেকে ফেরার ৫ মিনিট পর ব্যবধান গড়ে দেওয়া একমাত্র গোলটির দেখা পায় পিএসজি।
পিএসজিকে লিড এনে দেন ফাবিয়ান রুইজ। ২ ম্যাচ শেষে টেবিলের শীর্ষে আছে জায়ান্টরা। তাদের সংগ্রহ ৬ পয়েন্ট। ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান করছে মোনাকো।
ফরাসি লিগ ওয়ানে জয়ের ধারা অব্যাহত রেখেছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। মৌসুমে নিজেদের দ্বিতীয় ম্যাচে অ্যাঞ্জার্সকে ১-০ গোলে হারিয়েছে প্যারিসিয়ানরা। ন্যূনতম ব্যবধানে পাওয়া এই জয়ের পর ট্রফি উৎসবে মেতেছিল তারা।
ন্যান্টসকে হারিয়ে গত ১৮ আগস্ট নতুন লিগ মৌসুম শুরু করে পিএসজি। সে ম্যাচটি হয়েছিল প্রতিপক্ষের মাঠে। দ্বিতীয় ম্যাচে এসে প্রথমবারের মতো চেনা দূর্গ পার্ক দে প্রিন্সেসে খেলতে নামে পিএসজি। তাই এদিন ম্যাচ শেষে মাঠে নিজেদের সমর্থকদের সামনে পাঁচটি ট্রফি প্রদর্শন করে জায়ান্টরা।
গত মৌসুমটা স্বপ্নের মতো গেছে পিএসজির। এ সময় উয়েফা চ্যাম্পিয়নস লিগসহ মোট পাঁচটি শিরোপা জেতে ফ্রান্সের শীর্ষ ক্লাবটি। বাকি শিরোপাগুলো হলো ফরাসি লিগ ওয়ান, কোপ ডে ফ্রান্স, ফ্রেঞ্চ সুপার কাপ ও উয়েফা সুপার কাপ।
অ্যাঞ্জার্সের বিপক্ষে ম্যাচ শেষে জমকালো আয়োজনে সতীর্থ ও ভক্তদের সাক্ষী রেখে সবগুলো শিরোপা মাঠে আনেন পিএসজির অধিনায়ক মারকুইনহোস। এরপর ভক্তদের নিয়ে শিরোপা উদযাপন করেন খেলোয়াড়রা- হয়েছে ফটোসেশন।
দল জিতলেও ম্যাচটি ভালো যায়নি উসমান ডেম্বেলের। প্রথমার্ধে স্পট কিক থেকে গোল করতে ব্যর্থ হন ব্যালন ডি’অরের অন্যতম দাবিদার। ক্রসবারের ওপর দিয়ে উড়িয়ে মারেন এই ফরোয়ার্ড।
ডেম্বেলের মতো পিএসজির অন্যান্য ফরোয়ার্ডরাও গোলের সুযোগ হাতছাড়া করেছেন। তাই একচেটিয়া আধিপত্য দেখালেও জয়ের ব্যবধান বড় করতে পারেনি স্বাগতিকরা। ফিনিশিংয়ের ব্যর্থতার দিনে বিরতি থেকে ফেরার ৫ মিনিট পর ব্যবধান গড়ে দেওয়া একমাত্র গোলটির দেখা পায় পিএসজি।
পিএসজিকে লিড এনে দেন ফাবিয়ান রুইজ। ২ ম্যাচ শেষে টেবিলের শীর্ষে আছে জায়ান্টরা। তাদের সংগ্রহ ৬ পয়েন্ট। ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান করছে মোনাকো।
দারুণ ফর্মে রয়েছে রিয়াল মাদ্রিদ। ঘরোয়া থেকে ইউরোপিয়ান ফুটবল- প্রতিটি জায়গাতেই দাপট দেখিয়ে চলেছে কোচ জাবি আলোনসোর শিষ্যরা। লা লিগায় এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলে জিতেছে ৮টিতেই। হার বলতে একটিতে।
২ ঘণ্টা আগেদারুণ সময় কাটছে আর্সেনালের। আগে থেকেই জয়ের ছন্দে ছিল কোচ মিকেল আর্তেতার শিষ্যরা। ছুটে চলছিল জয়ে রথে চেপে। তার ধারাবাহিকতায় চ্যাম্পিয়নস লিগে তুলে নিয়েছে আরও একটি বড় জয়। ইংলিশ জায়ান্ট ক্লাবটি ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদকে। সব ধরনের টুর্নামেন্ট মিলিয়ে এনিয়ে টানা ছয় ম্যাচে জয় পেল ক্লাবটি।
২ ঘণ্টা আগেবার্সেলোনাকে হারানোর পর থেকেই সময়টা যেন ভালো যাচ্ছিল না। মাঠের পারফরম্যান্সে কোথায় যেন খেই হারিয়ে ফেলেছিল পিএসজি। ফরাসি লিগ ওয়ানে হোঁচট খেয়ে বসে পরপর দুই ম্যাচে। স্ত্রাসবুর্গের বিপক্ষে ছয় গোলের থ্রিলার ম্যাচে জয়বঞ্চিত হয়েছে দলটি।
৩ ঘণ্টা আগেবাবা ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো ছেলেও খেলবেন পর্তুগালের জাতীয় দলে। স্বপ্নের সেই পথে একটু একটু করে এগোচ্ছেন তনয় ক্রিশ্চিয়ানো জুনিয়র। গত মে’তে পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দলে জায়গা পেয়েছিলেন।
৬ ঘণ্টা আগে