ফুটবল দলে নতুন মুখ জায়ান

আজ হংকংয়ের ম্যাচের ক্যাম্প শুরু

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৮: ০০
জায়ান আহমেদ

আগামী অক্টোবরে হংকংয়ের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের দুটি ম্যাচের জন্য প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ। কোচ হাভিয়ের কাবরেরার দলের নতুন মুখ হলেন যুক্তরাষ্ট্র প্রবাসী জায়ান আহমেদ। সম্প্রতি বাংলাদেশ যুব দলের হয়ে দারুণ পারফরম্যান্স দেখানোয় সিনিয়র দলেও ডাক পেলেন ২১ বছর বয়সি এই ডিফেন্ডার।

বিজ্ঞাপন

গত আগস্টে অনূর্ধ্ব-২৩ দলের হয়ে এশিয়ান কাপ বাছাইয়ে আলো ছড়ানো পারফরম্যান্সের কারণে কোচের নজরে পড়েন এই প্রবাসী ফুটবলার। তার সঙ্গে দলে আছেন কাজেম শাহ কারমানিও। রহমতগঞ্জের বিপক্ষে আবাহনীর হয়ে প্রিমিয়ার লিগ ম্যাচ খেলার সময় আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন কাজেম। তবে তার চোট গুরুতর নয় বলে দলে জায়গা পেয়েছেন।

অনুমিতভাবেই তারকা প্রবাসী ফুটবলার হামজা চৌধুরী, শমিত সোম ও ফাহামিদুল ইসলাম দলে আছেন। ৬ অক্টোবর হামজা ও ৭ অক্টোবর ঢাকায় আসবেন শমিত। ৯ অক্টোবর জাতীয় স্টেডিয়ামে হংকংয়ের বিপক্ষে প্রথম ম্যাচটি খেলবে বাংলাদেশ। ১৪ অক্টোবর অ্যাওয়ে ম্যাচ রয়েছে।

হংকং ম্যাচের প্রস্তুতির জন্য প্রাথমিক দলে ডাক পাওয়া ২৮ ফুটবলারকে নিয়ে আজ থেকে ক্যাম্প শুরু করবেন কোচ কাবরেরা।

প্রাথমিক ফুটবল দল : গোলকিপার : মিতুল মারমা, মো. সুজন হোসেন ও মেহেদী হাসান শ্রাবণ। রক্ষণভাগ : তপু বর্মণ, সাদ উদ্দিন, তারিক রায়হান কাজী, মেহেদী হাসান, রহমত মিয়া, মো. শাকিল আহাদ তপু, তাজ উদ্দিন, জায়ান আহমেদ, আবদুল্লাহ ওমর সজিব। মধ্যমাঠ : মো. হৃদয়, সৈয়দ শাহ কাজেম কিরমানী, জামাল ভূঁইয়া, সোহেল রানা, মো. সোহেল রানা, হামজা চৌধুরী, শমিত সোম। আক্রমণভাগ : শেখ মোরসালিন, ফাহামিদুল ইসলাম, মো. ইব্রাহিম, আল আমিন, মো. শাহরিয়ার ইমন, ফয়সাল আহমেদ ফাহিম, রাকিব হোসেন, আরমান ফয়সাল আকাশ, সুমন রেজা।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত