আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বিকেএসপির ৩৫তম ব্যাচের অভিনব বিদায়

স্পোর্টস রিপোর্টার

বিকেএসপির ৩৫তম ব্যাচের অভিনব বিদায়

বুধবার (২৭ আগস্ট) সকালে ৩৫ তম ব্যাচকে বিদায় জানাল বিকেএসপি। অর্থাৎ সদ্য পাশ করা এইচএসসি প্রশিক্ষণার্থীদের বিদায় জানাল প্রতিষ্ঠানটি। দেশের একমাত্র সরকারী ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপিতে ৬/৯ বছরের দীর্ঘ পথচলা শেষ করল শিক্ষার্থীরা। অতিবাহিত করল তাদের জীবনের শ্রেষ্ঠ সময়। কঠোর প্রশিক্ষণ, লেখা-পড়া ও সু-শৃঙ্খল জীবন যাপনে অভ্যস্ত ৩৫’ ব্যাচের প্রশিক্ষণার্থীদের বিদায়কে স্মরণীয় করে রাখতে কর্তৃপক্ষ আয়োজন করেছিল এক অভিনব বিদায়।

বিকেএসপি কলেজ থেকে শুরু করে প্রধান ফটক পর্যন্ত সকল শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা রাস্তার দু’ধারে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ফুলের পাঁপড়ী ও বাদক দলের সুরের মূর্ছনার বিদায় জানানো হয় ব্যাচ ৩৫কে । এ সময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয় । প্রতিষ্ঠানের মহাপরিচালক থেকে শুরু করে উপস্থিত সকলেই ব্যাচ ৩৫ এর শিক্ষার্থীদের বিদায় জানান অশ্রু ভেজা নয়নে।

বিজ্ঞাপন

এর আগে গতকাল সন্ধ্যায় এইচএসসি ৩৫ ব্যাচের বিদায় উপলক্ষ্যে বিকেএসপি’র অডিও ভিজ্যুয়াল সেন্টারে এক বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। মিলনায়তনে বিদায়ী প্রশিক্ষণার্থীদের রজনীগন্ধার ফুল দিয়ে স্বাগত জানায় এক ঝাঁক ক্ষুদে শিক্ষার্থী। স্মৃতিচারণ পর্বে বক্তব্য রাখেন দু’জন শিক্ষার্থী ও শ্রেণি শিক্ষক। পরিবেশিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের।

অনুষ্ঠানের শেষ পর্বে মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো: মুনীরুল ইসলাম বিদায়ীদের উপদেশ ও অনুপ্রেরণামূলক বক্তব্য দেন। মহাপরিচালক বিদায়ীদের উজ্জল ভবিষ্যৎ কামনা করেন। এরপর বিদায়ী প্রশিক্ষণার্থীদের সাথে এক নৈশ:ভোজে অংশ নেন তিনি। ৩৫ ব্যাচ বিকেএসপি’র এ আয়োজনে সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানায়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন