ভারতকে ১৯১ রানের বিশাল ব্যবধানে বিধ্বস্ত করে যুব এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়েছে পাকিস্তান। শুরুতে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ৩৪৭ রানের বিশাল পুঁজি গড়ে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল। জবাবে ভারত গুটিয়ে গেছে ১৫৬ রানে। এ নিয়ে দ্বিতীয়বারের মতো অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শ্রেষ্ঠত্ব পেল পাকিস্তান। এর আগে ২০১২ সালে ভারতের সঙ্গে আসরের শিরোপা ভাগাভাগি করেছিল তারা।
দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে পাকিস্তানের ব্যাটিংয়ের শুরুটা অবশ্য ভালো হয়নি। ৩১ রানে হারিয়ে ফেলে তারা ওপেনার হামজা জহুরের উইকেট। তবে অন্য ওপেনার সামির মিনহাস ক্রিজের এক প্রান্ত আগলে রেখে দাপুটে ব্যাটিং করতে থাকেন। ১১৩ বলে উপহার দেন ১৭২ রানের চমৎকার এক ইনিংস। ১৭ বাউন্ডারি ও ৯ ছক্কায় সাজান অসাধারণ ইনিংসটি।
দ্বিতীয় উইকেটে উসমান খানের সঙ্গে ৯২ আর তৃতীয় উইকেটে আহমেদ হোসেনের সঙ্গে ১৩৭ রানের পার্টনারশিপ গড়েন সামির। আহমেদ হোসেনের ব্যাট থেকে আসে ৫৬ রানের দারুণ এক ইনিংস। তাতে ৮ উইকেট হারিয়ে ৩৪৭ রানের হিমালয়সম সংগ্রহ গড়ে পাকিস্তান।
ভারতের হয়ে ৮৩ রান খরচ করে ৩ উইকেট শিকার করেন দীপেশ দেবেন্দ্রন। হেনিল প্যাটেল ৬২ রান দিয়ে নেন ২ উইকেট। সমান দুই উইকেট পান খিলান প্যাটেলও। তবে খরচ করেন ৪৪ রান।
বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে যায় ভারত। ৬৮ রান তুলতেই হারিয়ে ফেলে তারা ৫ উইকেট। ৯৪ রান সংগ্রহ করতেই নাই হয়ে যায় ভারতের ৭ উইকেট। ভারতের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ ৩৬ রানের ইনিংস খেলেন দীপেশ দেবেন্দ্রন। আর ২৬ রান এনে দেন ওপেনার বৈভব সূর্যবংশী। আর খিলান প্যাটেল যোগ করেন ১৯ রান। তাতে মাত্র ২৬.২ ওভারে ১৫৬ রানেই গুটিয়ে গেছে ভারতীয়রা।
পাকিস্তানের হয়ে ৪ উইকেট নেন আলি রাজা। দুটি করে উইকেট নেন মোহাম্মদ সায়েম, আব্দুল সুবহান ও হুজাইফা আহসান।
সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান অনূর্ধ্ব-১৯: ৩৪৭/৮, ৫০ ওভার (সামির ১৭২, আহমেদ ৫৬, উসমান ৩৫; দেবেন্দ্রন ৩/৮৩, খিলান ২/৪৪, হেনিল ২/৬২)।
ভারত অনূর্ধ্ব-১৯: ১৫৬/১০, ২৬.২ ওভার (দেবেন্দ্রন ৩৬, সূর্যবংশী ২৬; রাজা ৪/৪২, হুজাইফা ২/১২, সুবহান ২/২৯ ও সাইয়াম ২/৩৮)।
ফল: পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল ১৯১ রানে জয়ী।
ম্যাচসেরা: সামির মিনহাস।
সিরিজ সেরা: সামির মিনহাস।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

