বিশ্বকাপ প্রস্তুতি

প্রস্তুতি ম্যাচে জ্যোতিদের রোমাঞ্চকর জয়

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ২১: ৩০
নাহিদা আক্তার

আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের প্রথম প্রস্তুতি ম্যাচ গেছে বৃষ্টিতে ভেসে। তবে দ্বিতীয় ওয়ার্ম ম্যাচে আর তেমনটা হয়নি। ব্যাটে-বলে হাড্ডাহাড্ডি লড়াই উপহার দিয়েছে দেশের মেয়েরা। মারুফা আক্তারের খুরধার পেস বোলিংয়ে শ্বাসরুদ্ধকর ম্যাচে শ্রীলঙ্কাকে মাত্র ১ রানে হারিয়েছে ফাহিমা-নাদিহারা। নাটকীয় এ জয়ে বৈশ্বিক আসরের প্রস্তুতি সেরে নিয়েছে নিগার সুলতানা জ্যোতির টিম।

বিজ্ঞাপন

রোমাঞ্চকর জয়ের ম্যাচে ব্যাট হাতে দ্যুতি ছড়িয়েছেন শারমিন আক্তার সুপ্তা। তার ব্যাটিং ঝলকে ৮ উইকেট হারিয়ে ২৪২ রানের সংগ্রহ পায় লাল-সবুজের প্রতিনিধিরা। ১০১ বলে ৭ বাউন্ডারিতে ৭১ রানের দুরন্ত এক ইনিংস উপহার দেন ওয়ানডাউনে নামা তারকার ব্যাটার। তার সঙ্গে সুমাইয়া আক্তার এনে ৩৮ রান। রুবিয়া হায়দার দলীয় স্কোরে যোগ করেন ৩৩।

জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নেমে ব্যাটিংয়ে আলো ছড়ান নীলাক্ষী সিলভা ও কবিশা দিলহারি। দুজনের দাপুটে ব্যাটিংয়ে জয় থেকে হাত ছোঁয়া দূরত্বে পৌঁছে যায় লঙ্কানরা। ২৪১ রানে থেমে যায় তাদের রোমাঞ্চকর ব্যাটিং অভিযাত্রা। মাত্র ২ রানের আক্ষেপ নিয়ে মাঠ ছাড়ে তারা। রোমাঞ্চকর শেষ ওভারে জয়ের জন্য শ্রীলঙ্কার দরকার ছিল ১০ রান। কিন্তু দুরন্ত বোলিংয়ে মারুফা আক্তার তিন উইকেট ৮ রানের বেশি দেননি। নীলাক্ষী ৭৮ বলে ৭ বাউন্ডারি ও এক ছক্কায় খেলেন ৭৫ রানের চমৎকার ইনিংস। আর কবিশা ৭৭ বলে ৭ বাউন্ডারিতে এনে দেন ৬৩ রান। ওপেনার হাসিনি পেরেরার ব্যাট থেকে আসে ৩৪ রান।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ : ২৪২/৮, ৫০ ওভার (শারমিন ৭১, সুমাইয়া ৩৮, রবিয়া ৩৩; কবিশা ২/২৪, দেউমি ২/২৬ ও মাদারা ২/৩৮)।

শ্রীলঙ্কা : ২৪১/১০, ৫০ ওভার (নীলাক্ষী ৭৫, কবিশা ৬৩, হাসিনি ৩৪; নাহিদা ৩/২৮, ফাহিমা ২/৩৮ ও মারুফা ২/৪৯)।

ফল : বাংলাদেশের মেয়েরা ১ রানে জয়ী।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত