বাংলাদেশ ১-১ হংকং

সুযোগ মিসে রাকিবের আক্ষেপ

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫, ০৬: ৩০

হংকংয়ের বিপক্ষে পিছিয়ে পড়েও গতকাল ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশ। বাংলাদেশের পক্ষে একমাত্র গোলটি করেন ফরোয়ার্ড রাকিব হোসেন। ম্যাচশেষে তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ, আমি গোল করতে পেরেছি। গত ১৫ দিন আমরা অনেক কষ্ট করেছি। ফলে আমরা ম্যাচটি ভালো খেলেছি। প্রত্যেক খেলোয়াড় কঠোর পরিশ্রম করেছে। তবে আমরা আজকের (মঙ্গলবার) ম্যাচটি জিততে পারতাম। আমরা অনেক সুযোগ মিস করেছি। ফলে আমরা ম্যাচটি ড্র করেছি।’

বিজ্ঞাপন


হংকংয়ের মাঠ ও ফ্যাসিলিটিজগুলো দারুণ। বিদেশের মাঠে খেলতে খেলে দেশে নানা সীমাবদ্ধতার কথা মনে হয় রাকিবের। তিনি বলেন, ‘আমরা এই রকম মাঠ ডিজার্ভ করি। এই রকম যদি একটা মাঠ থাকত বাংলাদেশে, আমরা এর চেয়ে ভালো ফল দেশকে উপহার দিতে পারতাম।’

হংকংয়ের বিপক্ষে দুটি ম্যাচেই বাংলাদেশ ভালো খেলেছে। কিন্তু ভাগ্য সহায় হয়নি। প্রথম ম্যাচে শেষ মুহূর্তে গোল হজম না করলে ড্র করতে পারত বাংলাদেশ। রাকিব বলেন, ‘প্রথমে আমরা সিলি মিসটেকে গোল হজম করি। এরপর আমরা অনেক সুযোগ পাই। কিন্তু সেগুলো কাজে লাগাতে পারি না। সবাই মিলে আজ ভালো খেলেছি। মাঠ বলেন আর দর্শক বলেন, খেলা সহজ ছিল না।’ রাকিবের মতে, ভারতের বিপক্ষে ম্যাচেও ভালো খেলেছে বাংলাদেশ। দল দিন দিন উন্নতি করছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত