দারুণ এক বছর কাটাচ্ছেন আশরাফ হাকিমি। পিএসজির জার্সিতে চ্যাম্পিয়নস লিগের শ্রেষ্ঠত্বসহ জিতেছেন ট্রেবল। আর তার প্রিয় জন্মভূমি মরক্কোকে আফ্রিকার প্রথম দেশ হিসেবে এনে দিয়েছেন ২০২৬ বিশ্বকাপের টিকিট। আর জাতীয় দলের হয়ে পেয়েছেন টানা ১৮ জয়।
দুর্দান্ত এই ব্যক্তিগত পারফরম্যান্সের স্বীকৃতি পেলেন এবার। জিতেছেন আফ্রিকার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার। ৫২ বছরের মধ্যে প্রথম কোনো ডিফেন্ডার হিসেবে এই পুরস্কার জিতলেন হাকিমি।
অ্যাওয়ার্ডটি জয়ের পথে পিএসজির এই রাইটব্যাক ভোটে হারিয়েছেন মিসরীয় ফুটবল রাজপুত্র মোহামেদ সালাহ ও দারুণ ছন্দে থাকা নাইজেরিয়ান ফরোয়ার্ড ভিক্টর ওসিমেনকে।

