জাতীয় দল ঘিরেই সোহানের যত স্বপ্ন

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ২৪ জুন ২০২৫, ১৪: ০৯

নুরুল হাসান সোহানের অপেক্ষার পালাটা দীর্ঘ হলো আরও একবার। ব্যাট হাতে দারুণ ছন্দে থাকার পরও শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে জায়গা হয়নি তার। এরপরও জাতীয় দলে খেলার স্বপ্ন দেখছেন ডানহাতি ব্যাটার। জানালেন, জাতীয় দলে খেলার স্বপ্ন দেখা বাদ দিলে ক্রিকেটই ছেড়ে দেবেন তিনি।

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) সবশেষ দুটি আসরে সোহানের ব্যাট থেকে আসে যথাক্রমে ৪৯৫ ও ৫২২ রান। কিছুদিন আগে ঘরের মাঠে নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে করেছেন দারুণ ব্যাটিং। সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) দারুণ ছন্দে ছিলেন। এরপরও নির্বাচকদের নজর পড়েনি এই উইকেটরক্ষক ব্যাটারের ওপর।

বিজ্ঞাপন

শ্রীলঙ্কা সিরিজের দলে তাকে রাখার সিদ্ধান্তটা যে মোটেও সঠিক ছিল না ব্যাট হাতে সেটা প্রমাণ করেছেন সোহান। সোমবার (২৩ জুন) প্রস্তুতি ম্যাচে সবুজ দলের বিপক্ষে সাতটি করে চার ও ছয়ের সাহায্যে ৯৭ রানের ইনিংসে খেলেন তিনি। এরপর সাংবাদিকদের আক্ষেপ ও হতাশার কথা শুনিয়েছেন সবশেষ ২০২৩ সালের ডিসেম্বরে জাতীয় দলের হয়ে খেলা এই ক্রিকেটার।

সোহান বলেন, ‘জাতীয় দলে নিয়মিত হতে পারলে হয়তো আমার ক্যারিয়ার অন্যরকম হতে পারতো। এজন্য অবশ্যই আমার আক্ষেপ হয়। এটাও হতে পারে আমি হয়তো সুযোগ কাজে লাগাতে পারিনি। আমি সব সময়ই জাতীয় দলে খেলাটাকে প্রাধান্য দিয়ে এসেছি। সব সময় জাতীয় দলের জন্য খেলতে চাই। সে স্বপ্নটা যখন থাকবে না তখন আর ক্রিকেট খেলব না।’

সোহান আরও বলেন, ‘আমার কাছে বাংলাদেশ দলের প্রাধান্য সবার ওপরে। পাশাপাশি জিএসএলে রংপুরের ম্যাচ আছে। শ্রীলঙ্কা সিরিজে সুযোগ পায়নি। তাই হয়তো জিএসএল খেলতে পারি। যেটা আগেই বলেছি, জাতীয় দলের খেলা গর্বের। এই আশা বা স্বপ্ন না থাকলে ক্রিকেটটাই ছেড়ে দিব।’

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত