ভারত ম্যাচে হামজা ও জায়ানের খেলা নিয়ে শঙ্কা নেই
স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৫, ১১: ২৯

মাঠ ছেড়ে খুঁড়িয়ে খুড়িয়ে ড্রেসিংরুমে ফিরছিলেন দেওয়ান হামজা চৌধুরী। তার পায়ে বরফের ব্যান্ডেজ বাধাও দেখা যায়। জায়ানও খেলতে গিয়ে পায়ে ব্যথা পেয়েছেন। তবে ভারত ম্যাচে এই দুই ফুটবলারের খেলা নিয়ে কোনো শঙ্কা নেই বলে জানালেন কোচ হাভিয়ের কাবরেরা।
হামজা ও জায়ানের ইনজুরির প্রসঙ্গে তিনি জানান, ‘না, গুরুতর কিছু নয়। সামান্য পেশির টান। এমন কিছু হয়নি যাতে করে ভারত ম্যাচের জন্য তারা ঝুঁকিতে থাকবে।’
সম্পাদক ও প্রকাশক : মাহমুদুর রহমান কর্তৃক প্রকাশিত এবং আল-ফালাহ প্রিন্টিং প্রেস, ৪২৩, এলিফেন্ট রোড, বড় মগবাজার, ঢাকা-১২১৭ থেকে এবং অস্থায়ীভাবে মিডিয়া প্রিন্টার্স লি. ৪৪৬/এইচ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্য বিভাগ : ঢাকা ট্রেড সেন্টার, ৯৯, কাজী নজরুল ইসলাম এভিণিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। পিএবিএক্স : ০২-৫৫০১২২৫০। ই-মেইল : info@dailyamardesh.com