সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে যাচ্ছে বাংলাদেশ। আজ দ্বিতীয় জয় তুলে নিল সাবিনা খাতুনের দল। নেপালকে ৩-০ গোলে হারায় বাংলাদেশের ম্যাচে। এ নিয়ে তিন ম্যাচ খেলে একটিতেও হারেনি সাবিনারা। ভারতকে ৩-১ গোলে হারিয়ে টুর্নামেন্টে যাত্রা করে তারা। এরপর ভুটানের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করে লাল-সবুজের জার্সিধারীরা। তিন ম্যাচে বাংলাদেশের অর্জন ৭ পয়েন্ট। আগামীকাল ২১ জানুয়ারি পরবর্তী ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ নারী ফুটসাল দল।
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের ননথাবুরি স্টেডিয়ামে নেপালের বিপক্ষে বাংলাদেশকে জয় এনে দেন সাবিনা, কৃষ্ণা ও লিপি। তারা প্রত্যেকেই গোল পেয়েছেন। খেলার শুরুর দিকে নেপালের প্রতিরোধ ভেঙে গোল করে আনন্দের উপলক্ষ এনে দেন সাবিনা খাতুন। ১৩ মিনিটে কৃষ্ণার পাস থেকে বল পান বাংলাদেশ অধিনায়ক। নিখুঁত শটে গোল করেন সাবিনা। এরপর একেক প্রচেষ্টা গোল করে স্কোর লাইন দ্বিগুণ করেন লিপি আক্তার।
প্রতিপক্ষের খেলোয়াড়কে ‘নাটমেগ’ করে বেরিয়ে লক্ষ্যভেদ করেন এই ফরোয়ার্ড। ২-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে খেলতে নেমে লিপি গোল করেন। নেপালের রক্ষণ ব্যর্থ করে গোল আদায় করেন তিনি। এ জয়ে শিরোপার জয়ের রেসে শক্তভাবেই টিকে থাকল কোচ সাঈদ খোদারাহমির দল বাংলাদেশ। প্রথমবারের মতো আয়োজিত সাফ নারী ফুটসাল টুর্নামেন্ট হচ্ছে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে। সাতটি দল পরস্পরের বিপক্ষে খেলছে। পয়েন্ট টেবিলের শীর্ষ দল শিরোপা জিতবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

