ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠল স্পেন

ফিফা র‍্যাঙ্কিংয়ে ২৪ ধাপ এগোল বাংলাদেশের মেয়েরা

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৫, ১৫: ৪৭
আপডেট : ০৭ আগস্ট ২০২৫, ২১: ১৬

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে দুর্দান্ত খেলেছে বাংলাদেশ। মিয়ানমারের মাঠে সেই দুর্বার পারফরম্যান্সের পুরস্কার পেল দেশের মেয়েরা। সেসুবাদে ফিফা র‍্যাঙ্কিংয়ে ২৪ ধাপ এগিয়েছে বাংলাদেশ নারী ফুটবল টিম।



‎ফিফা আজ প্রকাশ করেছে নারী ফুটবলের হালনাগাদ র‍্যাঙ্কিং। বাংলাদেশ ১১৭৯.৮৭ রেটিং পয়েন্ট নিয়ে উঠে গেছে ১০৪তম স্থানে। দেশের মেয়েদের রেটিং পয়েন্ট বেড়েছে ‍+৮০.৫১। এবার হালনাগাদ র‍্যাঙ্কিংয়ে সবচেয়ে বেশি উন্নতি হয়েছে বাংলাদেশের মেয়েদের। আর সবচেয়ে বেশি (‍+৮০.৫১) পয়েন্টও পেয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

বিজ্ঞাপন

অন্যদিকে নারীদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষ স্থান পুনরুদ্ধার করেছে স্পেন। দ্বিতীয় অবস্থান থেকে সবার ওপরে উঠে গেছে ইউরো রানার্সআপ দলটি। যুক্তরাষ্ট্র শীর্ষস্থান থেকে নেমে গেছে দ্বিতীয় স্থানে। তিন ধাপ এগিয়ে তিন নম্বরে উঠেছে সুইডেন। আর কোপা আমেরিকা জিতেও ব্রাজিল চার নম্বর থেকে নেমে সাতে অবস্থান করছে। আর্জেন্টিনার মেয়েরা রয়েছে র‍্যাঙ্কিংয়ে ৩০তম স্থানে।

সম্প্রতি মিয়ানমারে এশিয়ান কাপ বাছাই পর্বে সব ম্যাচ জিতেছে বাংলাদেশ। এতে প্রথমবার এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করে নারী দল। বাছাই পর্বে র‌্যাংকিংয়ে ৭৩ ধাপ এগিয়ে থাকা স্বাগতিক মিয়ানমারকে ২-১ গেলে হারায় তারা। র‌্যাংকিংয়ে এগিয়ে থাকা বাহরাইনের বিপক্ষে ৭-০ গোলে জিতেছে বাংলাদেশ। তুর্কমেনিস্তানের বিপক্ষেও ৭-০ গোলে জয় পায় মেয়েরা। এর আগে এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতির অংশ হিসেবে জর্ডানে ত্রিদেশীয় সিরিজে দুটি ম্যাচে হারেনি লাল-সবুজ জার্সিধারীরা।

র‌্যাংকিংয়ে এগিয়ে থাকা শক্তিশালী জর্ডান ও ইন্দোনেশিয়ার বিপক্ষে ড্র করে তারা। বাছাই পর্বে দুর্দান্ত পারফরম্যান্স আর জর্ডানে নারী দলের অপরাজেয় থাকার প্রভাব র‌্যাংকিংয়েও পড়েছে। নারী ফিফা র‌্যাংকিংয়ে শীর্ষ তিন দলেও পরিবর্তন এসেছে। যুক্তরাষ্ট্রকে দুইয়ে নামিয়ে শীর্ষে উঠেছে স্পেন। তিন ধাপ এগিয়ে তৃতীয় অবস্থানে সুইডেন। ব্রাজিল সপ্তম ও আর্জেন্টিনা ৩০তম অবস্থানে রয়েছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত