স্পোর্টস ডেস্ক
জয়ের জন্য ২০ তম ওভারে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের দরকার ছিল ৯ রান। সে ওভারের প্রথম বলে ডেভিড উইজেকে বোল্ড করেন আজমতউল্লাহ ওমরজাই। তাতেই ৮ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে রংপুর রাইডার্স। ওমরজাই শেষ উইকেটটা তুলে নিলেও গ্লোবাল সুপার লিগে রংপুরের প্রথম জয়ের কারিগর খালেদ আহমেদ। দুর্দান্ত বোলিংয়ে জয়ের ভীতটা গড়ে দেন এই ডানহাতি পেসার।
গায়ানার প্রোভিডেন্স স্টেডিয়ামে রংপুরের দেওয়া ১৬৩ রানের জবাবে ১৫৪ রানে অলআউট হয় গায়ানা। লক্ষ্য তাড়ায় শেষ ৩৪ বলে ৩৭ রান করতে হতো স্বাগতিকদের। হতে ছিল ৬ উইকেট। এমন সমীকরণ মেলানো কেবল সময়ের অপেক্ষা ছিল তাদের জন্য। কিন্তু খালেদের তোপের মুখে পড়ে সে সমীকরণ মেলাতে পারেনি গায়ানা। শেষ ২৮ রান করতেই ৬ উইকেট হারায় তারা। এর মধ্যে চারটাই নেন খালেদ। ১৫তম ওভারে এর শুরুটা করেন শেরফানে রাদারফোর্ডকে দিয়ে। ১৩ বলে ১৯ রান করা রাদারফোর্ডকে নুরুল হাসান সোহানের ক্যাচে পরিণত করেন খালেদ।
১৭তম ওভারে তার শিকার শিমরন হেটমায়ার। খালেদ সবচেয়ে বড় ধাক্কাটা দেন ১৯তম ওভারে। সে ওভারে ১১ রান খরচ করলেও ডোয়াইন প্রিটোরিয়াস ও সামার স্প্রিঙ্গারকে বিদায় করেন। তাই শেষ ওভারে এক উইকেট নিতে হতো রংপুরকে। সে কাজটা করেন ওমরজাই। হারের দিনে গায়ানার হয়ে ২৮ বলে ৪০ রান করেন জনসন চার্লস। ২৭ রান আসে মঈন আলীর ব্যাট থেকে। ৪ উইকেট নিতে ৩৬ রান খরচ করেন খালেদ। জিতেছেন ম্যাচসেরার পুরস্কার।
এর আগে রংপুরের ইনিংসে ৩১ বলে সর্বোচ্চ ৪৪ রান এনে দেন কাইল মায়ার্স। ৩৫ রান করেন সৌম্য সরকার। ২১ বলে ৩৪ রান করেন ইফতিখার আহমেদ। সমান ১৮ রান আসে সাইফ হাসান ও সোহানের ব্যাট থেকে।
সংক্ষিপ্ত স্কোর:
রংপুর রাইডার্স: ১৬২/৫ (২০ ওভার); মায়ার্স ৪৪, সৌম্য ৩৫, ইফতিখার ৩৪; তাহির ২/২১, মোটি ২/৩২
গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স: ১৫৪/১০ (১৯.১ ওভার); চার্লস ৪০, মঈন ২৭, রাদারফোর্ড ১৯; খালেদ ৪/৩৬, ওমরজাই ২/১৩
ফল: রংপুর রাইডার্স ৮ রানে জয়ী
ম্যাচসেরা: খালেদ আহমেদ
জয়ের জন্য ২০ তম ওভারে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের দরকার ছিল ৯ রান। সে ওভারের প্রথম বলে ডেভিড উইজেকে বোল্ড করেন আজমতউল্লাহ ওমরজাই। তাতেই ৮ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে রংপুর রাইডার্স। ওমরজাই শেষ উইকেটটা তুলে নিলেও গ্লোবাল সুপার লিগে রংপুরের প্রথম জয়ের কারিগর খালেদ আহমেদ। দুর্দান্ত বোলিংয়ে জয়ের ভীতটা গড়ে দেন এই ডানহাতি পেসার।
গায়ানার প্রোভিডেন্স স্টেডিয়ামে রংপুরের দেওয়া ১৬৩ রানের জবাবে ১৫৪ রানে অলআউট হয় গায়ানা। লক্ষ্য তাড়ায় শেষ ৩৪ বলে ৩৭ রান করতে হতো স্বাগতিকদের। হতে ছিল ৬ উইকেট। এমন সমীকরণ মেলানো কেবল সময়ের অপেক্ষা ছিল তাদের জন্য। কিন্তু খালেদের তোপের মুখে পড়ে সে সমীকরণ মেলাতে পারেনি গায়ানা। শেষ ২৮ রান করতেই ৬ উইকেট হারায় তারা। এর মধ্যে চারটাই নেন খালেদ। ১৫তম ওভারে এর শুরুটা করেন শেরফানে রাদারফোর্ডকে দিয়ে। ১৩ বলে ১৯ রান করা রাদারফোর্ডকে নুরুল হাসান সোহানের ক্যাচে পরিণত করেন খালেদ।
১৭তম ওভারে তার শিকার শিমরন হেটমায়ার। খালেদ সবচেয়ে বড় ধাক্কাটা দেন ১৯তম ওভারে। সে ওভারে ১১ রান খরচ করলেও ডোয়াইন প্রিটোরিয়াস ও সামার স্প্রিঙ্গারকে বিদায় করেন। তাই শেষ ওভারে এক উইকেট নিতে হতো রংপুরকে। সে কাজটা করেন ওমরজাই। হারের দিনে গায়ানার হয়ে ২৮ বলে ৪০ রান করেন জনসন চার্লস। ২৭ রান আসে মঈন আলীর ব্যাট থেকে। ৪ উইকেট নিতে ৩৬ রান খরচ করেন খালেদ। জিতেছেন ম্যাচসেরার পুরস্কার।
এর আগে রংপুরের ইনিংসে ৩১ বলে সর্বোচ্চ ৪৪ রান এনে দেন কাইল মায়ার্স। ৩৫ রান করেন সৌম্য সরকার। ২১ বলে ৩৪ রান করেন ইফতিখার আহমেদ। সমান ১৮ রান আসে সাইফ হাসান ও সোহানের ব্যাট থেকে।
সংক্ষিপ্ত স্কোর:
রংপুর রাইডার্স: ১৬২/৫ (২০ ওভার); মায়ার্স ৪৪, সৌম্য ৩৫, ইফতিখার ৩৪; তাহির ২/২১, মোটি ২/৩২
গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স: ১৫৪/১০ (১৯.১ ওভার); চার্লস ৪০, মঈন ২৭, রাদারফোর্ড ১৯; খালেদ ৪/৩৬, ওমরজাই ২/১৩
ফল: রংপুর রাইডার্স ৮ রানে জয়ী
ম্যাচসেরা: খালেদ আহমেদ
দারুণ ফর্মে রয়েছে রিয়াল মাদ্রিদ। ঘরোয়া থেকে ইউরোপিয়ান ফুটবল- প্রতিটি জায়গাতেই দাপট দেখিয়ে চলেছে কোচ জাবি আলোনসোর শিষ্যরা। লা লিগায় এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলে জিতেছে ৮টিতেই। হার বলতে একটিতে।
৮ ঘণ্টা আগেদারুণ সময় কাটছে আর্সেনালের। আগে থেকেই জয়ের ছন্দে ছিল কোচ মিকেল আর্তেতার শিষ্যরা। ছুটে চলছিল জয়ে রথে চেপে। তার ধারাবাহিকতায় চ্যাম্পিয়নস লিগে তুলে নিয়েছে আরও একটি বড় জয়। ইংলিশ জায়ান্ট ক্লাবটি ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদকে। সব ধরনের টুর্নামেন্ট মিলিয়ে এনিয়ে টানা ছয় ম্যাচে জয় পেল ক্লাবটি।
৮ ঘণ্টা আগেবার্সেলোনাকে হারানোর পর থেকেই সময়টা যেন ভালো যাচ্ছিল না। মাঠের পারফরম্যান্সে কোথায় যেন খেই হারিয়ে ফেলেছিল পিএসজি। ফরাসি লিগ ওয়ানে হোঁচট খেয়ে বসে পরপর দুই ম্যাচে। স্ত্রাসবুর্গের বিপক্ষে ছয় গোলের থ্রিলার ম্যাচে জয়বঞ্চিত হয়েছে দলটি।
৯ ঘণ্টা আগেবাবা ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো ছেলেও খেলবেন পর্তুগালের জাতীয় দলে। স্বপ্নের সেই পথে একটু একটু করে এগোচ্ছেন তনয় ক্রিশ্চিয়ানো জুনিয়র। গত মে’তে পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দলে জায়গা পেয়েছিলেন।
১২ ঘণ্টা আগে