ওমানের এশিয়া কাপ দলে আছেন যারা

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৫, ১৬: ৩০

প্রথমবারের মতো এশিয়া কাপ খেলবে ওমান। এশিয়ার সবচেয়ে বড় টুর্নামেন্টটির জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করেছে ওমান ক্রিকেট। জতিন্দর সিংয়ের নেতৃত্বাধীন দলটিতে জায়গা পেয়েছেন নতুন ৪ মুখ।

নতুন মুখ হিসেবে জায়গা পাওয়া এই ৪ ক্রিকেটার হলেন নাদিম খান, সুফিয়ান ইউসুফ, ফয়সাল শাহ ও জিকরিয়া ইসলাম।

বিজ্ঞাপন

এশিয়া কাপে ‘এ’ গ্রুপে পড়েছে ওমান। যেখানে তাদের প্রতিপক্ষ পাকিস্তান, ভারত ও সংযুক্ত আরব আমিরাত। ১২ সেপ্টেম্বর পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে ওমান। ১৫ সেপ্টেম্বর তাদের প্রতিপক্ষ আরব আমিরাত। ১৯ সেপ্টেম্বর গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে তারা।

এশিয়া কাপের জন্য ওমানের স্কোয়াড: জতিন্দর সিং (অধিনায়ক), বিনায়ক শুক্লা, মোহাম্মদ নাদিম, হাম্মাদ মির্জা, আমির কলিম, সুফিয়ান মেহমুদ, আশিস ওদেদরা, শাকিল আহমেদ, আরিয়ান বিষ্ট, সময় শ্রীবাস্তব, করণ সোনাভালে, হাসনাইন আলী শাহ, মোহাম্মদ ইমরান, সুফিয়ান ইউসুফ, নাদিম খান, জিকরিয়া ইসলাম ও ফয়সাল শাহ।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত