স্পোর্টস রিপোর্টার
আগামী ৯ অক্টোবর ঘরের মাঠে হংকং চায়নার বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলবে বাংলাদেশ। এ ম্যাচের জন্য প্রস্তুতি ক্যাম্প শুরু করেছেন কোচ হ্যাভিয়ের কাবরেরা। এরই মধ্যে ফুটবলাররা নিজেদের ঝালিয়ে নিচ্ছেন।
আজ অনুশীলনের সূচি থাকলেও বৃষ্টির কারণে সেটি বাতিল হয়ে যায়। মিডফিল্ডার সোহেল রানা জানান, হংকং চায়নার বিপক্ষে জিতে দর্শক প্রত্যাশা পূরণ করতে চান তারা। গত জুনে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে জিততে পারেনি বাংলাদেশ। তবে এবার হংকং চায়নাকে হারাতে চান তারা।
সোহেল রানা বলেন, ‘সিঙ্গাপুর ম্যাচে আমাদের কিছু ভুল ছিল। আন্তর্জাতিক পর্যায়ে এই ভুলগুলো করলে প্রতিপক্ষ কোনো সুযোগ দেবে না ঘুরে দাঁড়ানোর জন্য। দেখলাম, আমাদের নিজেদের ভুলের কারণেই সিঙ্গাপুর ম্যাচটি জিততে পেরেছে।’
তিনি আরো বলেন, ‘হংকংয়ের বিপক্ষে যে কাজগুলো করতে হবে, সেগুলো যদি সঠিকভাবে না করতে পারি- তাহলে আমাদের জন্য কঠিন হয়ে পড়বে। আমরা বিশ্বাস করি, হংকংয়ের বিপক্ষে আমাদের জেতার মতো দল আছে। এই আত্মবিশ্বাস আমাদের মধ্যে আছে। বিশ্বাস করি ম্যাচটি জিততে পারব।’
দর্শক প্রত্যাশা পূরণ প্রসঙ্গে সোহেল বলেন, ‘তাড়াতাড়ি টিকিট বিক্রি হওয়াটা ফুটবলের জন্য ইতিবাচক এক বার্তা। একইসঙ্গে আমাদের খেলোয়াড়দের দায়িত্ব আরো বেড়ে যায়। কারণ, সিঙ্গাপুর ম্যাচেও একই বিষয় ঘটেছে। দর্শক চাচ্ছিল ম্যাচটি যেন আমরা জিততে পারি; কিন্তু পারিনি। তাই এ বিষয়টি খেলোয়াড়দের মধ্যে কাজ করছে, যেন আমরা ফল উপহার দিতে পারি দেশকে। কোচ এটা নিয়ে কাজ করছেন।’
তিনি বলেন, ‘হংকংয়ের ম্যাচটি চাইব ঘরের মাঠে যেন জিততে পারি। এটা অবশ্যই খেলোয়াড়দের বাড়তি প্রেরণা দেবে। সমর্থকরা যেভাবে আমাদের সমর্থন করে মাঠে আসেন, তাই আমরা চাইব ম্যাচটি জিততে। কোয়ালিফাই করতে হলে এই ম্যাচটি অনেক গুরুত্বপূর্ণ। তাই আমরা ম্যাচটি সেভাবেই দেখছি। যেভাবেই হোক জিততে হবে। এটাই আমাদের প্রথম ফোকাস।’
আগামী ৯ অক্টোবর ঘরের মাঠে হংকং চায়নার বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলবে বাংলাদেশ। এ ম্যাচের জন্য প্রস্তুতি ক্যাম্প শুরু করেছেন কোচ হ্যাভিয়ের কাবরেরা। এরই মধ্যে ফুটবলাররা নিজেদের ঝালিয়ে নিচ্ছেন।
আজ অনুশীলনের সূচি থাকলেও বৃষ্টির কারণে সেটি বাতিল হয়ে যায়। মিডফিল্ডার সোহেল রানা জানান, হংকং চায়নার বিপক্ষে জিতে দর্শক প্রত্যাশা পূরণ করতে চান তারা। গত জুনে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে জিততে পারেনি বাংলাদেশ। তবে এবার হংকং চায়নাকে হারাতে চান তারা।
সোহেল রানা বলেন, ‘সিঙ্গাপুর ম্যাচে আমাদের কিছু ভুল ছিল। আন্তর্জাতিক পর্যায়ে এই ভুলগুলো করলে প্রতিপক্ষ কোনো সুযোগ দেবে না ঘুরে দাঁড়ানোর জন্য। দেখলাম, আমাদের নিজেদের ভুলের কারণেই সিঙ্গাপুর ম্যাচটি জিততে পেরেছে।’
তিনি আরো বলেন, ‘হংকংয়ের বিপক্ষে যে কাজগুলো করতে হবে, সেগুলো যদি সঠিকভাবে না করতে পারি- তাহলে আমাদের জন্য কঠিন হয়ে পড়বে। আমরা বিশ্বাস করি, হংকংয়ের বিপক্ষে আমাদের জেতার মতো দল আছে। এই আত্মবিশ্বাস আমাদের মধ্যে আছে। বিশ্বাস করি ম্যাচটি জিততে পারব।’
দর্শক প্রত্যাশা পূরণ প্রসঙ্গে সোহেল বলেন, ‘তাড়াতাড়ি টিকিট বিক্রি হওয়াটা ফুটবলের জন্য ইতিবাচক এক বার্তা। একইসঙ্গে আমাদের খেলোয়াড়দের দায়িত্ব আরো বেড়ে যায়। কারণ, সিঙ্গাপুর ম্যাচেও একই বিষয় ঘটেছে। দর্শক চাচ্ছিল ম্যাচটি যেন আমরা জিততে পারি; কিন্তু পারিনি। তাই এ বিষয়টি খেলোয়াড়দের মধ্যে কাজ করছে, যেন আমরা ফল উপহার দিতে পারি দেশকে। কোচ এটা নিয়ে কাজ করছেন।’
তিনি বলেন, ‘হংকংয়ের ম্যাচটি চাইব ঘরের মাঠে যেন জিততে পারি। এটা অবশ্যই খেলোয়াড়দের বাড়তি প্রেরণা দেবে। সমর্থকরা যেভাবে আমাদের সমর্থন করে মাঠে আসেন, তাই আমরা চাইব ম্যাচটি জিততে। কোয়ালিফাই করতে হলে এই ম্যাচটি অনেক গুরুত্বপূর্ণ। তাই আমরা ম্যাচটি সেভাবেই দেখছি। যেভাবেই হোক জিততে হবে। এটাই আমাদের প্রথম ফোকাস।’
দারুণ ফর্মে রয়েছে রিয়াল মাদ্রিদ। ঘরোয়া থেকে ইউরোপিয়ান ফুটবল- প্রতিটি জায়গাতেই দাপট দেখিয়ে চলেছে কোচ জাবি আলোনসোর শিষ্যরা। লা লিগায় এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলে জিতেছে ৮টিতেই। হার বলতে একটিতে।
৫ ঘণ্টা আগেদারুণ সময় কাটছে আর্সেনালের। আগে থেকেই জয়ের ছন্দে ছিল কোচ মিকেল আর্তেতার শিষ্যরা। ছুটে চলছিল জয়ে রথে চেপে। তার ধারাবাহিকতায় চ্যাম্পিয়নস লিগে তুলে নিয়েছে আরও একটি বড় জয়। ইংলিশ জায়ান্ট ক্লাবটি ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদকে। সব ধরনের টুর্নামেন্ট মিলিয়ে এনিয়ে টানা ছয় ম্যাচে জয় পেল ক্লাবটি।
৫ ঘণ্টা আগেবার্সেলোনাকে হারানোর পর থেকেই সময়টা যেন ভালো যাচ্ছিল না। মাঠের পারফরম্যান্সে কোথায় যেন খেই হারিয়ে ফেলেছিল পিএসজি। ফরাসি লিগ ওয়ানে হোঁচট খেয়ে বসে পরপর দুই ম্যাচে। স্ত্রাসবুর্গের বিপক্ষে ছয় গোলের থ্রিলার ম্যাচে জয়বঞ্চিত হয়েছে দলটি।
৬ ঘণ্টা আগেবাবা ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো ছেলেও খেলবেন পর্তুগালের জাতীয় দলে। স্বপ্নের সেই পথে একটু একটু করে এগোচ্ছেন তনয় ক্রিশ্চিয়ানো জুনিয়র। গত মে’তে পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দলে জায়গা পেয়েছিলেন।
৯ ঘণ্টা আগে