ভালোবাসার টানে সান্তোসের সঙ্গে নেইমারের নতুন চুক্তি

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৫ জুন ২০২৫, ১২: ২৪

আগামী ৩০ জুন সান্তোসের সঙ্গে নেইমারের চুক্তি শেষ হবে। কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল, চুক্তি শেষে ব্রাজিলিয়ান ক্লাব ছেড়ে গ্রীষ্মকালীন দলদবলে অন্য কোনো কোথাও পাড়ি জমাবেন তারকা ফরওয়ার্ড। কিন্তু সে পথে না হেঁটে ভালোবাসার টানে শৈশবের ক্লাব সান্তোসেই থেকে গেলেন নেইমার।

সমঝোতার ভিত্তিতে সৌদি প্রো লিগের ক্লাব আল হিলাল ছেড়ে গত জানুয়ারিতে দ্বিতীয়বারের মতো সান্তোসে নাম লেখান নেইমার। নতুন চুক্তিতে আগামী ডিসেম্বর পর্যন্ত সান্তোসের হয়ে খেলবেন তিনি। এক বিবৃতিতে সান্তোসের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এই চুক্তিতে একটা ধারা রাখা হয়েছে। উভয় পক্ষ চাইলে চুক্তির মেয়াদ বাড়াতে পারবে।

বিজ্ঞাপন

নতুনকরে ছয় মাসের চুক্তির পর সান্তোসের বিবৃতিতে নেইমার বলেন, ‘সান্তোসে আমি সত্যিকারের ভালোবাসা খুঁজে পেয়েছি। এই ক্লাবে আমি নিজেকে খুঁজে পাই। এখানে আমি অনেক সুখি। সান্তোসে আমি ক্যারিয়ারের বাকি থাকা স্বপ্নগুলো পূরণ করতে চাই। আমি চলে যায় এবং ফিরে আসি, যেখানে আমার ক্যারিয়ার শুরু হয়েছিল। আমাকে কেউ থামাতে পারবে না।’

নেইমার আরও বলেন, ‘আমি আমার হৃদয়ের কথাকে প্রাধান্য দিয়েছি, নতুন চুক্তির সিদ্ধান্ত নিয়েছি। সান্তোসকে শুধুমাত্র আমার দল নয়। এটা আমার ঘর, আমার শিকড়, আমার ইতিহাস এবং জীবনের অংশ। এই ক্লাবে আমি একজন সাধারণ ছেলে থেকে পূর্ণাঙ্গ পুরুষ হয়েছি।’

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত