ভুটানকে উড়িয়ে টিকে রইল নেপাল

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ১৯ জুলাই ২০২৫, ১৭: ২৪

সাফ অনূর্ধ্ব ২০ নারী চ্যাম্পিয়নশিপে নিজেদের পঞ্চম ম্যাচে ভুটানকে ৮-০ গোলে বিধ্বস্ত করেছে নেপাল। এই জয়ে শিরোপার লড়াইয়ে টিকে থাকল হিমালয় কন্যারা।

পঞ্চম ম্যাচে এটা নেপালের চতুর্থ জয়। ভুটানকে হারিয়ে টুর্নামেন্ট শুরুর পর দ্বিতীয় ম্যাচে স্বাগতিক বাংলাদেশের কাছে হেরে যায় দলটি। এরপর টানা তৃতীয় জয় তুলে নিলো নেপাল।

বিজ্ঞাপন

৫ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে নেপাল। শিরোপা জিততে চাইলে বাংলাদেশের বিপক্ষে শেষ ম্যাচে জিততেই হবে তাদের। তার আগে শনিবার (১৯ জুলাই) সন্ধ্যা সাতটায় শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে স্বাগতিকরা। আসন্ন ম্যাচে বাংলাদেশ হারলে নেপালের জন্য কাজটা সহজ হয়ে যাবে। তখন পয়েন্ট সমান থাকলেও গোল ব্যবধানে এগিয়ে থাকবে নেপাল। তাই শেষ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে হারের ব্যবধান কমাতে পারলেই শিরোপা জিতবে তারা।

এদিকে ৫ ম্যাচের চারটিতেই হারল ভুটান। ৩ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে আছে দলটি। কোনো ম্যাচ জিততে পারেনি শ্রীলঙ্কা। টেবিলের তলানীতে আছে লঙ্কান মেয়েরা। এই দুই দল হারের বৃত্তে আটকে থাকায় শিরোপার লড়াই করছে কেবল বাংলাদেশ ও নেপাল।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত