পিএসজিকে যে স্বাদ এনে দিতে পারেননি লিওনেল মেসি আর নেইমার, সেই স্বাদ উপহার দিয়েছেন উসমান দেম্বেলে। ফরাসি চ্যাম্পিয়নদের ঘরের শোকেসে শোভা পাচ্ছে এখন চ্যাম্পিয়নস লিগ ট্রফি। ইউরোপ জয়ের মিশনে পিএসজির আক্রমণভাগে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তারকা ফরোয়ার্ড। এখানেই শেষ নয়। ঘরোয়া ট্রেবল জয়েও রেখেছেন অনন্য ভূমিকা। প্রথমবারের মতো ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালেও পৌঁছে দেন দলকে। তবে চেলসি স্বপ্ন গুঁড়িয়ে দেওয়ায় শিরোপা জিততে পারেনি ক্লাবটি।
এমন দুর্দান্ত পারফরম্যান্সে ফিফা দ্য বেস্ট অ্যাওয়ার্ড জয়ের লড়াইয়েও এগিয়ে ছিলেন দেম্বেলে। সবার ধারণাকে সত্যি করে ২০২৫ সালের ফিফা বর্ষসেরা পুরুষ খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন ফরাসি এই তারকা ফুটবলার। এ পুরস্কার জয়ের পথে দেম্বেলে হারিয়েছেন কিলিয়ান এমবাপ্পে ও লামিনে ইয়ামালকে। ব্যালন ডি’অর ট্রফি আগেই জিতে নিয়েছিলেন দেম্বেলে। এবার তার ব্যক্তি সাফল্যের মুকুটে যোগ হলো আরো একটি পালক।
পুরস্কারের ট্রফি হাতে নিয়ে ২৮ বছরের ফরোয়ার্ড বললেন, ‘সবার আগে আমি আমার সব সতীর্থকে ধন্যবাদ দিতে চাই। আমাদের কঠোর পরিশ্রমের পুরস্কার পেয়েছি। আমার জন্য ব্যক্তিগত ও দলীয়ভাবে এটা ছিল চমৎকার বছর।’
আগামী বছর ফের ফিফা অ্যাওয়ার্ডের মঞ্চে দাঁড়ানোর দৃঢ়প্রত্যয় ব্যক্ত করে দেম্বেলে আরো যোগ করেন, ‘আমার পরিবারকেও ধন্যবাদ দিতে চাই, যারা সব সময় আমার পাশে ছিল; প্যারিস সেন্ট জার্মেই (যাদের সঙ্গে আমার দারুণ বছর কেটেছে), এর প্রেসিডেন্ট, স্টাফ এবং ক্লাব-সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানাই। লুইস কাম্পোস, মিস্টার প্রেসিডেন্ট, আপনাকেও ধন্যবাদ দিই। আমার প্রতি জন্মদিনে আপনার কাছ থেকে ছোট মেসেজ পাই, আমার খুব খুশি লাগে। আশা করি আগামী বছর আবার এখানে ফিরব।’
ব্যালন ডি’অরের মতো ২০২৫ সালে ফিফা দ্য বেস্টে সেরা নারী খেলোয়াড় নির্বাচিত হয়েছেন আইতানা বোনমাতি। টানা তৃতীয়বার ফিফা দ্য বেস্টে সেরা খেলোয়াড় হয়েছেন বার্সেলোনার এই স্প্যানিশ তারকা।
ব্যালন ডি’অরের মতো ফিফা বেস্টেও সেরা নারী কোচ ইংল্যান্ড জাতীয় নারী দলের কোচ সারিনা ভিগমান। আর বর্ষসেরা পুরুষ কোচের পুরস্কার জিতেছেন চ্যাম্পিয়নস লিগজয়ী পিএসজি কোচ লুইস এনরিকে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

