আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ডিপিএল

মোহামেডানের হারের দিনে আবাহনীর জয়ের হাসি

স্পোর্টস রিপোর্টার

মোহামেডানের হারের দিনে আবাহনীর জয়ের হাসি
তানভীর ইসলাম

আজ সকাল থেকে কালো মেঘের ঘনঘটায় স্পষ্ট বোঝা যাচ্ছিল যে কোনো মুহূর্তে বৃষ্টির আগমন ঘটতে পারে। সেই শঙ্কা সত্যি করে দুপুর ১২টার আগে আগে নেমে আসে ঝোড়ো বৃষ্টি। তাতে ডিপিএলের সুপার লিগের প্রথম দিনে তিন ম্যাচের সবগুলোতেই হয়েছে কার্টেল ওভার।

বিজ্ঞাপন

বৃষ্টির কারণে দৈর্ঘ্য কমে আসা ম্যাচে লিজেন্ডস অব রূপগঞ্জের কাছে ৯ উইকেটে হেরেছে মোহামেডান। অন্যদিকে বিকেএসপিতে অগ্রণী ব্যাংকের বিপক্ষে আবাহনী ৪ উইকেটে ও গাজী গ্রুপের বিপক্ষে গুলশান ৩ উইকেটের জয় পেয়েছে।

বৃষ্টির কারণে দৈর্ঘ্য কমে আসা ম্যাচে লিজেন্ডস অব রূপগঞ্জের কাছে ৯ উইকেটে হেরেছে মোহামেডান। অন্যদিকে বিকেএসপিতে অগ্রণী ব্যাংকের বিপক্ষে আবাহনী ৪ উইকেটে ও গাজী গ্রুপের বিপক্ষে গুলশান ৩ উইকেটের জয় পেয়েছে।


মিরপুরে আগে ব্যাটিংয়ে নেমে সুবিধাজনক অবস্থায় ছিল না মোহামেডান। দলের নিয়মিত ৭ ক্রিকেটার ছাড়া মাঠে নামতে বাধ্য হয় সাদা-কালোদের প্রতিনিধিরা। বিকল্প হিসেবে তৌফিক তুষার-মোস্তাফিজুর রহমানরা নামলেও দলকে এনে দিতে পারেননি সাফল্য। বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে ২৯.৪ ওভারে দলটির সংগ্রহ ছিল ৭ উইকেটে ১১৭ রান। প্রায় তিন ঘণ্টার বৃষ্টিতে খেলা বন্ধ থাকায় আর ব্যাটিংয়ে নামার সুযোগ হয়নি মোহামেডানের।

ফলে বৃষ্টি আইনে লিজেন্ডস অব রূপগঞ্জের সামনে লক্ষ্য দাঁড়ায় ২২ ওভারে ৯৩ রান। মাত্র ১৩.২ ওভারে ওই লক্ষ্য তাড়া করে রূপগঞ্জ। এই হারে পয়েন্ট টেবিলে ফের দুই নম্বরে নেমে গেল মোহামেডান। ১২ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আছে দলটি। এই ম্যাচে মোহামেডানের হয়ে সর্বোচ্চ ৩৫ রান করেন আনিসুল ইসলাম ইমনের ব্যাটে। জবাবে, সাইফ হাসানের ৫৫ ও সৌম্য সরকারের ৩৬ রানে ভর করে ৯ উইকেটের জয় নিশ্চিত করে লিজেন্ডস অব রূপগঞ্জ।

সংক্ষিপ্ত স্কোর কার্ড
লিজেন্ডস অব রূপগঞ্জ-মোহামেডান

মোহামেডান:
১১৭/৭, ২৯.৪ ওভার (আনিসুল ইমন ৩৫, তৌফিক তুষার ১৮, তানভীর ইসলাম ৩/৩৭)।
রূপগঞ্জ: ৯৪/১, ১৩.২ ওভার (সাইফ ৫৫, সৌম্য ৩৬, নাসুম ১/৩০)।
লক্ষ্য: বৃষ্টি আইনে ২২ ওভারে ৯৩।
ফল: রূপগঞ্জ ৯ উইকেটে জয়ী।
ম্যাচসেরা: তানভীর ইসলাম।


অন্যদিকে বিকেএসপিতে বৃষ্টি বাধার আগে ইমরুল কায়েসের ৪৮ ও ইমরানুজ্জামানের ২৯ রানে ভর করে ৩ উইকেটে ১০৯ রান তোলে অগ্রণী ব্যাংক। আবাহনীর হয়ে রাকিবুল হাসান ১১ রানে নেন ১ উইকেট। বৃষ্টির পর খেলা শুরু হলে আবাহনীর সামনে লক্ষ্য দাঁড়ায় ২২ ওভারে ১৫৭ রান। ব্যাটিংয়ে নেমে প্রথম তিন বলে দুই উইকেট হারানো আবাহনীর হেরে যাবে এমনটাই মনে হচ্ছিল। কিন্তু জিসান আলমের ৪৬ ও এসএম মেহেরবের ৩০ রানে ভর করে মাত্র ১৯.২ ওভারে জয় নিশ্চিত করে আবাহনী। এ জয়ে ফের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে আকাশি-নীলরা।

সংক্ষিপ্ত স্কোর কার্ড

আবাহনী-অগ্রণী ব্যাংক


অগ্রণী ব্যাংক:
১০৯/৩, ২৪.৪ ওভার (ইমরুল ৪৮, ইমরানুজ্জামান ২৯, রাকিবুল ১/১১)।
আবাহনী: ১৫৭/৬, ১৯.২ ওভার (জিসান ৪৬, মেহেরব ৩০, তাইবুর ২/২৮)।
লক্ষ্য: বৃষ্টি আইনে ২২ ওভারে ১৫৭।
ফল: আবাহনী ৪ উইকেটে জয়ী।

বিকেএসপির অন্য ম্যাচে গাজী গ্রুপের বিপক্ষে ৩ উইকেটের জয় পেয়েছে গুলশান ক্রিকেট ক্লাব। নাঈম ইসলামের ৩৩ বলে ৫৬ রানের ইনিংসে সহজ জয় পায় দলটি। আগে ব্যাটিংয়ে নেমে বৃষ্টির আগে ৩ উইকেটে ১১০ রানে থামে গাজী গ্রুপ। বৃষ্টির পর গুলশানের লক্ষ্য দাঁড়ায় ২২ ওভারে ১৬২ রান। নাঈমের হাফ সেঞ্চুরির পাশাপাশি মেহেদি হাসানের ৪৩ রানে ভর করে ২ বল আগে জয় নিশ্চিত করে গুলশান ক্রিকেট ক্লাব। প্রথমবার প্রিমিয়ার লিগে খেলতে এসেই সুপার লিগে খেলছে দলটি।

সংক্ষিপ্ত স্কোর কার্ড

গাজী গ্রুপ-গুলশান


গাজী গ্রুপ:
১১০/৩, ২৩.৩ ওভার (সাদিকুর ৩৬, শামসুর শুভ ৩২, নিহাদুজ্জামান ১/১৫)।
গুলশান: ১৬৫/৭, ২১.৪ ওভার (নাঈম ৫৬, মেহেদি ৪৩, পারভেজ জীবন ৩/২৯)।
লক্ষ্য: বৃষ্টি আইনে ২২ ওভারে ১৬২।
ফল: গুলশান ৩ উইকেটে জয়ী।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন