বিভিন্ন রকম চুলের স্টাইলে অতীতে অনেকবার আলোচিত-সমালোচিত হয়েছেন নেইমার। আরো একবার নতুন চুলের স্টাইলে দেখা গেল তাকে। চারদিক থেকে চুল ফেলে দিয়ে মাথার ওপর অনেকগুলো ঝুঁটি করেছেন এই ফরোয়ার্ড। অদ্ভুত এই চুলের স্টাইলে আলাদাভাবেই নজরে এসেছেন নেইমার।
চুলের স্টাইলে আরো একবার পাদ প্রদীপের আলোয় আসার পাশাপাশি মাঠের পারফরম্যান্সেও নেইমার এদিন দেখিয়েছেন নিজের আসল রূপ। ব্রাজিলিয়ান সিরি’এতে জুভেন্টুডুকে ৩-১ গোলে হারিয়েছে সান্তোস। এস্তাদিও দো মরুম্বিতে অনুষ্ঠিত ম্যাচটিতে জোড়া গোল করেন নেইমার।
এর মাধ্যমে ক্লাব ফুটবলে দীর্ঘ ৩ বছর পর জোড়া গোল করলেন সাবেক আল হিলাল তারকা। এর আগে সবশেষ ২০২২ সালের আগস্টে প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) হয়ে এক ম্যাচে দুইবার জালের দেখা পেয়েছিলেন তিনি। তবে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে জোড়া গোল করলেন প্রায় দুই বছর পর। সবশেষ ২০২৩ সালের সেপ্টেম্বরে ব্রাজিলের ৫-১ গোলের জয়ের ম্যাচে দুইবার লক্ষ্যভেদ করেন নেইমার।
এ নিয়ে তিন বছর পর টানা ৫ ম্যাচের পুরো ৯০ মিনিট খেললেন নেইমার। ইনজুরির কারণে ২০২২ সালের আগস্টের পর থেকেই মাঠে অনিয়মিত হয়ে পড়েন তিনি।
নেইমারের এমন ফর্মে সবচেয়ে বেশি খুশি হবেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি ও সমর্থকরা। চোটের কারণে সবশেষ ২০২৩ সালের অক্টোবরের পর আর দেশের জার্সিতে মাঠে নামা হয়নি নেইমারের। এবার টানা ৫ ম্যাচ পুরো ৯০ মিনিট খেলে নেইমার জানান দিলেন- জাতীয় দলে ফেরার জন্য প্রস্তুত তিনি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

