ছক্কার পর ছক্কা মারতেন মামদানি

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৫, ০৮: ০০

মানুষের মন জয় করতে জানেন জোহরান মামদানি এবং সেটা খুব ভালোভাবে। মেয়র নির্বাচনের ফলই তার প্রমাণ। নামটি শুনেই বুঝে যাওয়ার কথা- তিনি আর কেউ নন, নিউ ইয়র্কের নবনির্বাচিত মেয়র। যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম হিসেবে মেয়র নির্বাচিত হয়ে মামদানি ব্যাপক সাড়া ফেলেছেন সারা দুনিয়ায়। মেয়র নির্বাচিত হওয়ার সুবাদে তার স্ত্রী রামা দুয়াজিও এখন বেশ জনপ্রিয়। ভোটারদের হৃদয় জয়ের সঙ্গে ক্রিকেটও ভালো খেলতে জানেন মামদানি। তরুণ মামদানি একটা সময় উগান্ডায় ক্রিকেট খেলেছেন। ছক্কা হাঁকাতে বেশ সিদ্ধহস্ত ছিলেন।

বিজ্ঞাপন

ক্রিকেটার মামদানির একটি ছবি সম্প্রতি ভাইরাল হয়েছে ভার্চুয়াল জগতে। তাতে ছয়জন সতীর্থের সঙ্গে তাকে দেখা যাচ্ছে। মার্কিন সংবাদমাধ্যম ‘দ্য স্পোর্টিং নিউজ’ বলছে, উগান্ডায় বেড়ে ওঠেছেন মামদানি। সে সময় স্থানীয় ডেভেলপমেন্ট ক্রিকেট লিগে অংশ নিয়েছেন মামদানি। আফ্রিকার দেশটির ঘরোয়া টুর্নামেন্টে প্রতিনিধিত্ব করেছেন ক্যাসল ডেভেলপমেন্ট ক্রিকেট দলের।

ছবিটি শেয়ার করেছে উগান্ডা ক্রিকেট অ্যাসোসিয়েশনের এক্স হ্যান্ডল ‘ক্রিকেট উগান্ডা’। সাতজন তরুণ ক্রিকেটারের ছবিটি শেয়ার করে ক্যাপশনে লিখেছে তারা, ‘হ্যাঁ, আপনি ঠিকই দেখেছেন। নিউ ইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি (বাঁ থেকে দ্বিতীয়) একসময় আমাদের ক্যাসল ডেভেলপমেন্ট ক্রিকেট দলের হয়ে স্থানীয় লিগে ছক্কার পর ছক্কা মেরেছেন।’ এই ছবি শেয়ার হতেই আলোচনার ঝড় উঠে গেছে।

G5FY1uxW4AA5RCh

মামদানির মা-বাবা দুজনেই ভারতীয় নাগরিক। ভারতের খ্যাতনামা চলচ্চিত্র নির্মাতা মীরা নায়ারের পুত্র তিনি। তার বাবা মাহমুদ মামদানি একজন নৃবিজ্ঞানী। ১৯৮৯ সালে উগান্ডায় দুজনের প্রথম পরিচয়। দেশটির রাজধানী কাম্পালায় তাদের সংসার আলো করে পৃথিবীতে আসে মামদানি। তবে মামদানির সাত বছর বয়সে তার পরিবার স্থায়ীভাবে নিউ ইয়র্কে পাড়ি জমায়। এমনটাই জানিয়েছে ‘দ্য স্পোর্টিং নিউজ’।

একাধারে মামদানি একজন ক্রিকেট সংগঠকও। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, নিউ ইয়র্কে ব্রোনক্স হাই স্কুল অব সায়েন্সে পড়াশোনা করার সময় স্কুলের প্রথম ক্রিকেট দলের সহপ্রতিষ্ঠাতা ছিলেন। মামদানিদের ক্রিকেট দলটি যুক্তরাষ্ট্রের পাবলিক স্কুল অ্যাথলেটিক লিগে (পিএসএএল) ক্রিকেটের প্রথম মৌসুমে অংশ নিয়েছিল। তিনি একজন ফুটবল অনুরাগীও। অপেশাদার ফুটবল লিগে নিজে খেলেছেন কৈশোরে। তার প্রিয় ক্লাব ইংলিশ জায়ান্ট আর্সেনাল। নির্বাচনি প্রচারের সময়ও মিস করেননি গানারদের ম্যাচ। প্রিয় দলের খেলা উপভোগ করতেন গাড়িতে বসেই।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত