আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বিকেএসপিতে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালিত

স্পোর্টস রিপোর্টার

বিকেএসপিতে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালিত
র‌্যালিটি বিকেএসপির প্রধান ফটক থেকে শুরু করে অডিও ভিজুয়্যলে এসে শেষ হয়

বিকেএসপিতে যথাযথ মর্যাদায় প্রথমবারের মতো জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালিত হয়েছে বুধবার। দিবসটি উপলক্ষ্যে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। সকালে বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো: মুনীরুল ইসলাম প্রতিষ্ঠানের সকল শ্রেণির কর্মকর্তা- কর্মচারী ও প্রশিক্ষণার্থীদের সঙ্গে নিয়ে এক র‌্যালিতে অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন

c2c7bfea-6d68-46a8-89a1-f6daea1569ef

র‌্যালিটি বিকেএসপির প্রধান ফটক থেকে শুরু করে অডিও ভিজুয়্যলে এসে শেষ হয়। অডিও ভিজ্যুয়াল সেন্টারে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় প্রধান অতিথি তার বক্তব্যে জুলাই গণঅভ্যুত্থানে আত্মদানকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান এবং উপস্থিত সকলকে জুলাই গণঅভ্যুত্থান থেকে শিক্ষা নিয়ে দেশকে নতুন ভাবে গড়ে তুলতে আহ্বান জানান।

7926bd87-b359-4d83-b8d3-0fa126d20d43
7926bd87-b359-4d83-b8d3-0fa126d20d43

আলোচনায় প্রতিষ্ঠানের শিক্ষক, প্রশিক্ষক ও ছাত্র-ছাত্রীরাও অংশগ্রহণ করেন। দিবসটি উপলক্ষ্যে ঢাকা বিকেএসপি ছাড়াও আঞ্চলিক কেন্দ্রগুলোতেও সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বাদ যোহর জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন