বিকেএসপি’র শিক্ষার্থীদের অনুপ্রেরণা দিলেন মুশফিক

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৫, ২৩: ০০

যে কোনো সাফল্যের নিয়ামক হলো সু-শৃঙ্খল জীবন যাপন। আর এ জন্য বিকেএসপিকে খেলোয়াড়দের গড়ে উঠার আদর্শ প্রতিষ্ঠান হিসেবে মনে করেন মুশফিকুর রহিম। বিকেএসপির আমন্ত্রণে প্রশিক্ষণার্থীদের মোটিভেশনাল স্পিস বা অনুপ্রেরনা সৃষ্টির লক্ষ্যে দেশ-বিদেশের গুনিজনদের আমন্ত্রণ জানানো হয় এক অনুষ্ঠানে। তারই ধারাবাহিকতায় বিকেএসপির সাবেক প্রশিক্ষণার্থী মুশফিকুর রহিম তার জীবন যুদ্ধের ডালি খুলে ধরেন তার অনুজদের সামনে।

বিজ্ঞাপন

বিকেএসপির অডিও ভিজ্যুয়াল সেন্টারে মুশফিক তার অনুপ্রেরণামূলক বক্তব্যে সবাইকে খেলোয়াড় হতে না পারলেও ভালো মানুষ হওয়ার প্রতিও জোড় দেন। তিনি সবাইকে খেলাধুলার পাশাপাশি লেখা-পড়ার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন। বিকেএসপিতে খেলাধুলা ও লেখা-পড়া প্যারালাল চালিয়ে যেতে পারলে সে জীবনে সফল হতে পারবে বলে তিনি মনে করেন।


এর আগে বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মুনীরুল ইসলাম দেশ বরেণ্য এ তারকা খেলোয়াড় মুশফিকুর রহিমকে বিকেএসপিতে স্বাগত জানান। মহাপরিচালক তার বক্তব্যে মুশফিকের ব্যক্তিগত জীবনের কিছু কর্মকান্ডের কথা তুলে ধরেন, যা কি-না মুশফিককে যে কারো থেকে আলাদা করে ভাবতে শিখায়। আর এ কারণেই মুশফিক অনেকর আইডল।

সবশেষে মহাপরিচালক মুশফিকুর রহিমের হাতে বিকেএসপি পরিবারের পক্ষ থেকে বিশেষ সম্মাননা স্মারক ও অন্যান্য উপহার সামগ্রী তুলে দেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত