৩ পরিবর্তন

১৭ বছর বয়সী ব্যাটার নিয়ে আসছে নেদারল্যান্ডস

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৫, ১৩: ৪৮

টি-টোয়েন্টি সিরিজ খেলতে বুধবার (২৭ আগস্ট) ঢাকায় পা রাখবে নেদারল্যান্ডস ক্রিকেট দল। তার আগে স্কোয়াডে তিনটি পরিবর্তন এনেছে ডাচরা। তাতেই দলে ডাক পেলেন সেড্রিক ডি ল্যাঙ্গে। ১৭ বছর বয়সী ডি ল্যাঙ্গে একজন ব্যাটার।

বয়সভিত্তিক ও ঘরোয়া ক্রিকেটে ভালো পারফর্ম করে নির্বাচকদের নজর টেনেছেন ডি ল্যাঙ্গে। চোটের কারণে বাংলাদেশের বিপক্ষে বিশ ওভারের সিরিজ থেকে ছিটকে গেছেন ফ্রেড ক্লাসেন ও রায়ান ক্লেইন। এছাড়া ব্যক্তিগত কারণ দেখিয়ে সফর থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন সাকিব জুলফিকার।

বিজ্ঞাপন

ডি ল্যাঙ্গে ছাড়া বাকি দুটি জায়গাতে সিকান্দার জুলফিকার ও সেবাস্তিয়ান ব্রাটকে দলভূক্ত করেছে নেদারল্যান্ডস ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। ৪ বছর পর দলে ফিললেন ব্রাট। সবশেষ ২০২১ সালে নেপালের বিপক্ষে টি-টোয়েন্টি খেলেছেন তিনি। অন্যদিকে সিকান্দার ফিরলেন ৬ বছর পর। ২০১৯ সালের পর আর এই সংস্করণে খেলা হয়নি তার।

আগামীকাল ঢাকায় এসে আরেকটি ফ্লাইটে সিলেট যাবে নেদারল্যান্ডসের ক্রিকেটাররা। ৩০ আগস্ট বাংলাদেশের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি খেলবে অতিথিরা। ১ ও ৩ সেপ্টেম্বর সিরিজের বাকি ম্যাচ দুটিতে মুখোমুখি হবে তারা।

বাংলাদেশের বিপক্ষে সিরিজের জন্য নেদারল্যান্ডসের পরিবর্তিত স্কোয়াড: স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), নোয়াহ ক্রোয়েস, ম্যাক্স ও'ডাউড, বিক্রমজিৎ সিং, তেজা নিদামানুরু, সিকান্দার জুলফিকার, সেড্রিক ডি ল্যাঙ্গে, কাইল ক্লেইন, আরিয়ান দত্ত, পল ভ্যান মিকিরেন, শারিজ আহমেদ, বেন ফ্লেচার, ড্যানিয়েল ডোরাম, সেবাস্তিয়ান ব্রাট, টিম প্রিঙ্গেল।

মাওলানা মুহিবুল্লাহ মাদানি নিখোঁজ, সন্দেহের তীর ইসকনের দিকে

সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন তালুকদারের মৃত্যুতে লন্ডন বাংলা প্রেস ক্লাবের শোক

রাবাদার রেকর্ডে স্বস্তিতে প্রোটিয়ারা

যুক্তরাষ্ট্রের রাস্তায় ট্রাম্প-বিরোধী বিক্ষোভ নিয়ে খামেনির উপহাস

হোয়াইট হাউসে বলরুম নিয়ে রহস্য, নির্মাণে টাকা দিচ্ছে কারা

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত