ডিপিএলে অলিখিত ফাইনাল

মোহামেডানকে হারিয়ে চ্যাম্পিয়ন আবাহনী

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৫, ১৬: ০৬
আপডেট : ২৯ এপ্রিল ২০২৫, ১৬: ১১

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) মঙ্গলবার (২৯ এপ্রিল) আবাহনী লিমিটেড এবং মোহামেডান স্পোর্টিং ক্লাবের মধ্যকার ম্যাচটি ছিল অলিখিত ফাইনাল। অর্থ্যাৎ ম্যাচটিতে যে দল জিতবে, তারাই করবে শিরোপা উৎসব। এমন সমীকরণে মোহামেডানকে ৬ উইকেটে হারিয়ে শ্রেষ্ঠত্বের মুকুট পরেছে ধানমন্ডি পাড়ার ক্লাবটি।

ডিপিএলে এটা আবাহনীর টানা চতুর্থ মৌসুমে চ্যাম্পিয়ন হলো দলটি। সব মিলিয়ে ২৪তম বারের মতো শিরোপা জিতল আকাশী-নীল জার্সিধারীরা। মিরপুরে আগে ব্যাটিংয়ে নেমে মাত্র ২৪০ রানে থামে মোহামেডানের ইনিংস। দলটির হয়ে সর্বোচ্চ ৫০ করে রান করেন মাহমুদউল্লাহ রিয়াদ ও আরিফুল ইসলাম। এ ছাড়া রনি তালুকদার ৪৫ ও ফরহাদ হোসেনের ব্যাটে আসে ৪২ রান। আবাহনীর হয়ে মোসাদ্দেক হোসেন সৈকত ও মৃত্যুঞ্জয় চৌধুরী দুইটি করে উইকেট নেন।

বিজ্ঞাপন

২৪১ রানের জবাবে খেলতে নেমে ৫৮ রানে দুই উইকেট হারিয়ে খানিকটা বিপদে পড়ে আবাহনী। সেখান থেকে দলকে টেনে তোলেন মোহাম্মদ মিঠুন ও মোসাদ্দেক হোসেন সৈকত। দলীয় ১০৮ রানের মাথায় দুজন মিলে ৫ম উইকেটে যোগ করেন ১৩৪ রানের জুটি। তাতে নিশ্চিত হয় আবাহনীর জয়। আবাহনীর হয়ে সৈকত ৭৮ ও মোহাম্মদ মিঠুন ৭৮ রান করেন। এ ছাড়া ৫৫ রান আসে জিসান আলমের ব্যাটে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত