বাংলাদেশ-ভারত এশিয়ান কাপ বাছাই

স্পোর্টস রিপোর্টার

আগামী ১৮ নভেম্বর ঘরের মাঠ জাতীয় স্টেডিয়ামে ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচ খেলবে বাংলাদেশ। এর আগে একই ভেন্যুতে ১৩ নভেম্বর নেপালের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে লাল-সবুজ জার্সিধারীরা। এই দুই ম্যাচ খেলার জন্য ইংল্যান্ড থেকে ঢাকায় উড়ে এসেছেন দেওয়ান হামজা চৌধুরী। ভারতের বিপক্ষে ম্যাচকে পাখির চোখ করছেন এই প্রবাসী তারকা ফুটবলার। আজ সংবাদ সম্মেলন করে নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে হামজার নাম ঘোষণা করেছে রবি আজিয়াটা পিএলসি। সেখানে ভারত ম্যাচ প্রসঙ্গে হামজা বলেছেন, ‘ইনশাআল্লাহ আমরা ভারতের বিপক্ষে জিতব।’
গত মার্চে শিলংয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়েই বাংলাদেশ দলে অভিষেক হয়েছে হামজার। ওই ম্যাচে ১-১ গোলে ড্র করলেও জয়ের দারুণ সম্ভাবনা তৈরি করেছিল বাংলাদেশ। এশিয়ান কাপ বাছাই পর্বে বাংলাদেশের প্রথম ম্যাচ ছিল এটি। ভারতকে ভারতের মাটিতে হারাতে না পারলেও এবার ঘরের মাঠে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী হামজা। এরই মধ্যে দলের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার। তাকে নিয়েই পরিকল্পনা সাজাচ্ছেন বাংলাদেশ কোচ হ্যাভিয়ের কাবরেরা।
আনুষ্ঠানিকভাবে হামজাকে এক বছরের জন্য নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা দিয়েছে রবি। রাজধানীর তেজগাঁওয়ে রবির করপোরেট কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জিয়াদ সাতারা, চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমাদ, চিফ করপোরেট ও রেগুলেটরি অফিসার শাহেদ আলম এবং হামজা চৌধুরী।
জিয়াদ সাতারা বলেন, “হামজা চৌধুরীকে শুভেচ্ছাদূত হিসেবে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। বাংলাদেশের হয়ে খেলতে হামজা চৌধুরী নিজের শিকড়ে ফিরে এসে দেশপ্রেমিক চেতনার প্রকাশ ঘটিয়েছেন। রবির ‘বিলিভ ইউ ক্যান’ প্রচারের মূল ভাবনাও তা-ই।”
হামজা চৌধুরী রবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘রবির সঙ্গে কাজ করতে পেরে আমি আনন্দিত। আশা করি বাংলাদেশের যুবসমাজকে অনুপ্রাণিত করতে পারব এবং দেশের ফুটবলের প্রতি দৃষ্টিভঙ্গি আরো উন্নত করতে সাহায্য করতে পারব।’

আগামী ১৮ নভেম্বর ঘরের মাঠ জাতীয় স্টেডিয়ামে ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচ খেলবে বাংলাদেশ। এর আগে একই ভেন্যুতে ১৩ নভেম্বর নেপালের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে লাল-সবুজ জার্সিধারীরা। এই দুই ম্যাচ খেলার জন্য ইংল্যান্ড থেকে ঢাকায় উড়ে এসেছেন দেওয়ান হামজা চৌধুরী। ভারতের বিপক্ষে ম্যাচকে পাখির চোখ করছেন এই প্রবাসী তারকা ফুটবলার। আজ সংবাদ সম্মেলন করে নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে হামজার নাম ঘোষণা করেছে রবি আজিয়াটা পিএলসি। সেখানে ভারত ম্যাচ প্রসঙ্গে হামজা বলেছেন, ‘ইনশাআল্লাহ আমরা ভারতের বিপক্ষে জিতব।’
গত মার্চে শিলংয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়েই বাংলাদেশ দলে অভিষেক হয়েছে হামজার। ওই ম্যাচে ১-১ গোলে ড্র করলেও জয়ের দারুণ সম্ভাবনা তৈরি করেছিল বাংলাদেশ। এশিয়ান কাপ বাছাই পর্বে বাংলাদেশের প্রথম ম্যাচ ছিল এটি। ভারতকে ভারতের মাটিতে হারাতে না পারলেও এবার ঘরের মাঠে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী হামজা। এরই মধ্যে দলের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার। তাকে নিয়েই পরিকল্পনা সাজাচ্ছেন বাংলাদেশ কোচ হ্যাভিয়ের কাবরেরা।
আনুষ্ঠানিকভাবে হামজাকে এক বছরের জন্য নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা দিয়েছে রবি। রাজধানীর তেজগাঁওয়ে রবির করপোরেট কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জিয়াদ সাতারা, চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমাদ, চিফ করপোরেট ও রেগুলেটরি অফিসার শাহেদ আলম এবং হামজা চৌধুরী।
জিয়াদ সাতারা বলেন, “হামজা চৌধুরীকে শুভেচ্ছাদূত হিসেবে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। বাংলাদেশের হয়ে খেলতে হামজা চৌধুরী নিজের শিকড়ে ফিরে এসে দেশপ্রেমিক চেতনার প্রকাশ ঘটিয়েছেন। রবির ‘বিলিভ ইউ ক্যান’ প্রচারের মূল ভাবনাও তা-ই।”
হামজা চৌধুরী রবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘রবির সঙ্গে কাজ করতে পেরে আমি আনন্দিত। আশা করি বাংলাদেশের যুবসমাজকে অনুপ্রাণিত করতে পারব এবং দেশের ফুটবলের প্রতি দৃষ্টিভঙ্গি আরো উন্নত করতে সাহায্য করতে পারব।’

পুরো দিনে ৯০ ওভার ব্যাটিং করে আয়ারল্যান্ডের সংগ্রহ ২৭০ রান! ওভারপ্রতি আয়ারল্যান্ডরা তুলেছে ৩ রান করে। এমন দারুণ বোলিংয়ে আইরিশদের ৩০০ রানের কমে আটকে রাখতে পেরে খুশি হাসান মাহমুদ। পাশাপাশি সিলেটের উইকেট ব্যাটারদের জন্য সুবিধাজনক বলেও জানান তিনি।
৩ ঘণ্টা আগে
পাকিস্তানের পেসার নাসিম শাহর বাড়িতে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। অভিযোগ পেয়ে সন্দেহভাজন পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। খবরটি নিশ্চিত করেছে, পাকিস্তানের সংবাদমাধ্যম জিও সুপার।
৩ ঘণ্টা আগে
২০২৬ বিশ্বকাপের পর্দা উঠবে আগামী ১১ জুন মেক্সিকো সিটির আজতেকা স্টেডিয়ামে। তবে উদ্বোধনী ম্যাচে থাকবেন না মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেনবাউম।
৩ ঘণ্টা আগে
এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে এখন কুলসুম আক্তার মনিকে ঘিরে পদকের আশায় আছে বাংলাদেশ। কম্পাউন্ড নারী এককের সেমিফাইনালে উঠেছেন ঠাকুরগাঁও থেকে উঠে আসা এই আর্চার। ইরানের ফাতিমা বাঘেরিকে ১৪৫-১৪৩ স্কোরে হারানোর পর ভারতের দ্বীপশিখাকে ১৪২-১৪০ ব্যবধানে হারান কুলসুম। এ
৪ ঘণ্টা আগে