বিপিএলে এখনো জয়ের দেখা পায়নি নোয়াখালী এক্সপ্রেস। প্রথম তিন ম্যাচ হারা দলটি চতুর্থ ম্যাচে হেরেছে আরো বাজেভাবে। স্বাগতিক সিলেট টাইটান্সের বিপক্ষে ৬ উইকেটের হার—এই ফল দেখে মনে হতে পারে স্বাভাবিক কোনো ম্যাচ হেরেছে দলটি। তবে সেটা নয়, সিলেটের মেঘলা আবহাওয়ায় বিপিএলের ইতিহাসে চতুর্থ সর্বনিম্ন রানে অলআউট হওয়ার রেকর্ড গড়ে ম্যাচ হারে দলটি। নোয়াখালীকে এই লজ্জার ইতিহাস উপহার দেওয়ার পথে নাসুম আহমেদ করেন ক্যারিয়ার সেরা বোলিং। ৭ রানে ৫ উইকেট শিকার করেন তিনি।
সিলেটে আগে ব্যাটিংয়ে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় নোয়াখালী এক্সপ্রেস। লম্বা সময় পর মাঠে নামা দলটি ভালো করবে এমন আশায় ছিল সমর্থকরা। কিন্তু সেই আশা গুড়েবালি। দলটির ১১ ব্যাটারের মধ্যে মাত্র দুজন নিজেদের রান দুই অঙ্কের কোটায় নিতে পেরেছেন। ওপেনার হাবিবুর রহমান সোহান ১৬ বলে ১৮ ও মাহিদুল ইসলাম অঙ্কন ৩২ বলে করেন ২৫ রান। বাকিরা সবাই আউট হয়েছে এক অঙ্কের ঘরে।
অথচ, দলটিতে মোহাম্মদ নবী-সৌম্য সরকারের মতো তারকা যুক্ত হন এই ম্যাচের আগে। তাতে মনে হচ্ছিল ঘুরে দাঁড়াবে তারা। তবে নাসুম আহমেদের বোলিং তোপে সেটা আর সম্ভব হয়নি। নিজের কোটার পুরোটা বোলিং করে ৭ রানে নেন ৫ উইকেট। এটা তার ক্যারিয়ারের সেরা বোলিং ফিগার। শুধু তাই নয়, বিপিএল ইতিহাসের পঞ্চম সেরা বোলিং ফিগার এটি আর স্পিনারদের মধ্যে সেরা বোলিংয়ের রেকর্ড। তার বোলিং তোপে মাত্র ৬১ রানে গুটিয়ে যায় নোয়াখালী এক্সপ্রেস। বিপিএলের ইতিহাসে চতুর্থ সর্বনিম্ন রানে অলআউট হওয়ার রেকর্ড এটি।
মাত্র ৬২ রানের লক্ষ্যে খেলতে নেমে সিলেট টাইটান্স খুব সহজে জয় পায়নি। এই লক্ষ্য তাড়া করতে হারিয়ে বসে ৪ উইকেট। ওপেনিংয়ে নামা তৌফিক খান তুষার ১৮ বলের ৩২ রানের ঝোড়ো এক ইনিংস খেলেন। আর তিনে নামা জাকির হাসানের ব্যাটে আসে ২৩ বলে ২৪ রান। দারুণ শুরু করা এই দুই ব্যাটার ম্যাচ শেষ করে প্যাভিলিয়নে ফিরতে পারেননি। তাতে ৪ উইকেট হারিয়ে বসে তারা। নোয়াখালীর হয়ে চায়না ম্যান স্পিনার জহির খান ৮ রানে নেন তিন উইকেট। নোয়াখালীর বিপক্ষে এই জয়ে ৬ ম্যাচে তিন জয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে উঠে এসেছে দলটি।
সংক্ষিপ্ত স্কোর
নোয়াখালী এক্সপ্রেস : ৬১/১০, ১৪.২ ওভার (অঙ্কন ২৫, সোহান ১৮, নাসুম ৫/৭)
সিলেট টাইটান্স : ৬২/৪, ৮.৪ ওভার (তুষার ৩২, জাকির ২৪, জহির ৩/৮)
ফল : সিলেট টাইটান্স ৬ উইকেটে জয়ী
ম্যাচসেরা : নাসুম আহমেদ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

