আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

পরিশ্রমের ফল পাচ্ছে বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার
পরিশ্রমের ফল পাচ্ছে বাংলাদেশ
তাসকিন আহমেদ

নেদারল্যান্ডস সিরিজ ও এশিয়া কাপকে সামনে রেখে লম্বা বিরতিতে ক্যাম্প করেছে বাংলাদেশ দল। ফিটনেসের পাশাপাশি স্কিল নিয়েও হয়েছে কাজ। ফিটনেস ও স্কিল ক্যাম্প মিলিয়ে সময়টাতে বেশ কঠোর পরিশ্রম করেছে লিটন দাস-তাসকিন আহমেদরা। নেদারল্যান্ডসেএ বিপক্ষে ৮ উইকেটের বড় জয়ের পর ম্যাচসেরা তাসকিন আহমেদ যা বলেছেন তাতে সারমর্ম দাঁড়ায় পরিশ্রমের ফল পেতে শুরু করেছে বাংলাদেশ দল।



নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টির উইকেট ছিল ব্যাটিং সহায়ক। এশিয়া কাপকে সামনে রেখে এমন উইকেটে খেলছে লাল-সবুজের প্রতিনিধিরা। এমন উইকেটে দারুণ বোলিং করে তাসকিনের শিকার ২৮ রানে ৪ উইকেট। তার দারুণ ওই বোলিংয়ের পর অধিনায়ক লিটন দেখিয়েছেন তার ব্যাটিং কারিশমা। পাশাপাশি ফিল্ডিংও ছিল দারুণ।

বিজ্ঞাপন

তিন বিভাগের এমন সমন্বয়ে জয়ের পর তাসকিন বলেন, ‘স্পোর্টিং কন্ডিশনে যেকোনো এক সাইড দিয়ে জেতা কখনোই সম্ভব না— ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সবই লাগে। আমাদের মতো দলে তো সবক্ষেত্রে অবদান আরও বেশি লাগে। এটা খুবই ভালো সাইন যে ব্যাটিংয়ে ভালো হচ্ছে, বোলিংয়েও হচ্ছে।’


তিনি আরও যোগ করেন, ‘আমরা যেভাবে ক্রিকেট খেলতে চাচ্ছি আমাদের সেই ইন্টেন্টসিটিটা সবার সবার জায়গা থেকে যে যার রোল সেই রোলটা কতটা এক্সিকিউট করতে পারছে। অনেক মেহনত করতেছে সবাই, অফ দ্য ফিল্ডে অনেস্টলি। আশা করছি, এই জিনিসগুলো ওভারকাম করে এই সিরিজ শেষ করে সামনের সিরিজ যেটাই আসবে , সামনে অনেক খেলা এশিয়া কাপ, এরপরে আফগানিস্তান, ওয়েস্ট ইন্ডিজ- ওইগুলো... যদি ধারাবাহিকতা থাকে তাহলে ভালো কিছু হতে যাচ্ছে।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন