কষ্টার্জিত জয়ে মৌসুম শুরু পিএসজির

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৫, ০৩: ০০

গত মৌসুমে ফরাসি লিগ ওয়ানে বেশ দাপট দেখিয়েছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। সেই সঙ্গে চ্যাম্পিয়নস লিগ জিতে ইউরোপ সেরার মুকুটও ঘরে তুলেছে। নতুন মৌসুমের শুরুটাও জয় দিয়ে করল লুইস এনরিকের শিষ্যরা, এজন্য অবশ্য ঘাম ঝরাতে হয়েছে বেশ। নান্তেসের বিপক্ষে ১-০ গোলের কষ্টার্জিত জয়ে শিরোপা ধরে রাখার মিশন শুরু করেছে পিএসজি। পিএসজির হয়ে ম্যাচজয়ী গোলটি করেন মিডফিল্ডার ভিতিনহা। টটেনহাম হটস্পারের বিপক্ষে উয়েফা সুপার কাপ জয়ের মাত্র চার দিন পর রোববার রাতে আরেকটি জয় পেল তারা।


ম্যাচজুড়ে অবশ্য বেশ দাপট দেখিয়েছে পিএসজি। নান্তেস ম্যাচে একটিও অন টার্গেট শট নিতে পারেনি। ইউরোপীয় চ্যাম্পিয়নদের পায়ে বল ছিল ৭০ শতাংশ। তারা গোলের জন্য শটও নেয় বেশি। কিন্তু ভাগ্য সহায় না হওয়ায় এক গোল নিয়েই খুশি থাকতে হয়। পুরো ম্যাচে বল দখলের পাশাপাশি আক্রমণের পসরা সাজিয়ে বসেছিল বর্তমান চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়নরা। যেখানে পিএসজি ১৮টি শট নিয়েছে, সেখানে ন্যান্তেস নিয়েছে মাত্র ৫টি শট।

বিজ্ঞাপন


পিএসজি এই ম্যাচও খেলেছে দলের নাম্বার ওয়ান গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুমাকে ছাড়াই। গত সপ্তাহেই পিএসজি ছাড়ার ঘোষণা দেন তিনি। সম্ভবত ইংলিশ প্রিমিয়ার লিগে যোগ দিতে যাচ্ছেন চ্যাম্পিয়ন লিগজয়ী এই ইতালীয় গোলরক্ষক। ম্যাচে রক্ষণ শক্ত করেই নেমেছিল নান্তেস। তাতে একের পর এক আক্রমণ করেও প্রথমার্ধে গোলের দেখা পায়নি পিএসজি। প্রতিপক্ষের গোলরক্ষক লোপেজ একের পর এক আক্রমণ ঠেকিয়ে প্রথমার্ধ গোলশূন্য রেখে দেন। দ্বিতীয়ার্ধের ৬৭ মিনিটে দলকে এগিয়ে নেন পর্তুগিজ ফুটবলার ভিতিনহা। প্রায় ২০ মিটার দূর থেকে তার শট নান্তেসের ডিফেন্ডার চিদোজি আওয়াজিয়েমকে ছুঁয়ে দিক পাল্টে জালে জড়ায়।


লিগের দ্বিতীয় ম্যাচে আগামী সপ্তাহে লিগের অ্যাঞ্জার্সের বিপক্ষে মাঠে নামবে পিএসজি। দ্বিতীয় ম্যাচ দিয়েই নতুন মৌসুমে ঘরের মাঠে প্রথম লিগ ম্যাচ খেলবে গেল মৌসুমের ঘরোয়া ট্রেবল জয়ীরা।

এক নজরে ফল

নান্তেস ০-১ পিএসজি

সাব-জেলে অভিযুক্ত সেনা কর্মকর্তারা, সরকারের কাছে যে আহ্বান জানালেন ব্যারিস্টার আরমান

অসদাচারণের দায়ে টঙ্গী পাইলট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে শোকজ

জরুরি অবস্থা জারি করলেন পেরুর প্রেসিডেন্ট

গুম-খুনে জড়িত ১৫ সেনা কর্মকর্তা চাকরিচ্যুত। ট্রাইব্যুনালে হাজির। সাবজেলে প্রেরণ

এবার ১ টাকায় গরুর মাংস বিতরণের ঘোষণা সেই এমপি প্রার্থীর

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত