বাংলাদেশ-আয়ারল্যান্ড টেস্ট সিরিজ

স্পোর্টস রিপোর্টার

তবছর দুয়েক আগে সিলেটে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারপ্রাপ্ত দায়িত্ব নিয়ে শুরু হয়েছিল নাজমুল হোসেন শান্তর ক্রিকেট অধিনায়কের জীবনপথ। এরপর দেড় বছরে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছেন ১৪ টেস্টে। তার অধিনায়কত্বে দল চার জয়ের বিপরীতে হার ৯ ম্যাচে, ড্র করে এক টেস্ট। এই ১৪ টেস্টে দায়িত্ব পালনের পর বিসিবির সঙ্গে অভিমান করে অধিনায়কত্ব ছেড়ে দেন শান্ত। মুলত তাকে ওয়ানডে দলের অধিনায়ক পদ থেকে বিসিবি আকম্মিকভাবে সরিয়ে দেওয়ায় অভিমানে শান্ত টেস্ট দলের অধিনায়কত্বও ছেড়ে দেন। পরে অবশ্য বিসিবি তাকে বুঝিয়ে সুজিয়ে ফের তার হাতেই টেস্ট দলের অধিনায়কত্বের ভার দেয়। অধিনায়ক হিসেবে শান্তর সেই ‘নতুন’ শুরুটাও হচ্ছে এবার সিলেটের মাঠেই।
শুধু শান্তর শুরু নয়, জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে মোহাম্মদ আশরাফুলেরও শুরুটাও হচ্ছে সিলেটেই। এখানেই নিজের শততম টেস্ট খেলার পথে আরো এক ধাপ এগিয়ে যাবেন মুশফিকুর রহিম। ১১ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিলেট টেস্টটি হবে মুশফিকের ক্যারিয়ারের ৯৯ তম টেস্ট ম্যাচ। আর ঢাকায় সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচটি হবে তার প্রথম বাংলাদেশি হিসেবে শততম টেস্ট ম্যাচ।
এবারের সিলেট টেস্ট তাহলে অধিনায়ক শান্ত, কোচ আশরাফুল এবং ৯৯ নটআউট মুশফিকের প্রাক গল্প নিয়েই শুরু হচ্ছে।
২০২৩ সালে সিলেটে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর শুরুটা ছিল দারুণ। নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানের অনুপস্থিতিতে নেতৃত্বভার ওঠে তার কাঁধে। ওই যে দায়িত্ব নিলেন, পরের দেড় বছরে টেস্ট দলকে নিয়মিত নেতৃত্ব দেন শান্ত। পূর্ণ দায়িত্ব নেওয়ার আগে ২০২৩ সালে সিলেটে নিউজিল্যান্ডের বিপক্ষে শান্ত অধিনায়ক হিসেবে কেমন করেন-সেটাই ছিল দেখার অপেক্ষা। সেই পরীক্ষায় বেশ ভালোভাবে উতরে যান এই বাঁহাতি ব্যাটার। দলকে ঐতিহাসিক জয় এনে দেওয়ার পাশাপাশি ব্যাট হাতে ছিলেন দারুণ ছন্দে। প্রথম ইনিংসে ৩৭ রান করলেও দ্বিতীয় ইনিংসে পান সেঞ্চুরির দেখা। যাতে ভর করে বাংলাদেশ পায় ঐতিহাসিক জয়।
ওই ঐতিহাসিক জয়ের পর স্থায়ী হয় শান্তর অধিনায়কত্ব। দলকে নেতৃত্ব দেন ১৪ টেস্টে। সেই ধারাবাহিকতায় ছেদ পড়ে চলতি বছর শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ শেষে। টেস্ট অধিনায়কত্ব ছেড়ে দেন তিনি। মুলত ওয়ানডে অধিনায়কত্ব কেড়ে নেওয়ায় অভিমানে টেস্টের দায়িত্ব ছেড়েছিলেন। তিনি অধিনায়কত্ব ছাড়ার পর প্রায় আড়াই মাসে ছিল না সাদা পোশাকে কোনো খেলা। ফলে নতুন অধিনায়ক খুঁজে নেওয়ার তাড়া ছিল না বিসিবির। আয়ারল্যান্ড সিরিজের আগে সময় নিয়ে শান্তর অভিমান ভাঙিয়ে ফের টেস্ট অধিনায়কত্বের দায়িত্বে ফেরায় বিসিবি। তার অধীনেই সিলেটে শুরু হবে বাংলাদেশ দলের নতুন টেস্ট মিশন আর অধিনায়ক শান্তর দ্বিতীয় ইনিংস।
এই দ্বিতীয় ইনিংস শুরুর আগে টেস্ট ক্রিকেটে অবশ্য দারুণ ছন্দে আছেন শান্ত। সাদা পোশাকে শ্রীলঙ্কা সফরে ছিলেন সর্বোচ্চ রান সংগ্রাহক। তার ব্যাটে ছিল দুই সেঞ্চুরি। তারই ধারাবাহিকতায় ‘অধিনায়কত্বের নতুন ইনিংসে’ তার শুরুটা কেমন হয় সেটাই এখন দেখারঅপেক্ষা। বিসিবি তাকে ২০২৭ সালের টেস্ট চ্যাম্পিয়নশিপ পরযন্ত অধিনায়কের দায়িত্ব সঁপেছে।
নিজের পয়মন্ত ভেন্যু সিলেটে শান্ত নিজের পুরোনো শুরুর পুনরাবৃত্তি করবে সেই আশায় আছে তার ভক্তকুল।
শান্ত যখন নতুন শুরুর অপেক্ষায়, তখন নতুন দায়িত্বে ভালো করার চ্যালেঞ্জ নিয়ে জাতীয় দলের ডেরায় এসেছেন মোহাম্মদ আশরাফুল। সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের ‘ব্যর্থতায়’ আশরাফুলের কাঁধে উঠেছে ব্যাটিং কোচের দায়িত্ব। প্রিমিয়ার লিগ, বিপিএল, এনসিএলের দায়িত্ব পালন করা আশরাফুল নিজ দলের ব্যাটারদের কীভাবে প্রস্তুত করেন-সেটাই এখন দেখার অপেক্ষা। কারণ, আগের দফায় ডেভিড হ্যাম্প, নেইল ম্যাকেঞ্জিসহ তারকা কোচরা ছিলেন ব্যাটিং কোচ হিসেবে। সেই বাড়তি চাপটা থাকবে আশরাফুলের ওপর।
শততম টেস্ট খেলার অপেক্ষায় থাকা মুশফিকুর রহিম নিজের টেস্ট ক্যাপ ও ব্যাটের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে দিয়ে লিখেছেন, ‘সকল উত্থান-পতনের সাক্ষী’। তার এই বার্তাতেই স্পষ্ট, শততম টেস্ট খেলতে কতটা মরিয়া হয়ে আছেন তিনি। এই শততম টেস্টের আগে সিলেটে এনসিএলের দ্বিতীয় রাউন্ডে দারুণ এক সেঞ্চুরি করেছেন। ফলে ৯৯তম ম্যাচে মাঠে নামার আগে বাড়তি অনুপ্রেরণা নিয়ে মাঠে নামবেন তিনি। সঙ্গে থাকবে শততম ম্যাচ খেলার অপেক্ষা!

তবছর দুয়েক আগে সিলেটে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারপ্রাপ্ত দায়িত্ব নিয়ে শুরু হয়েছিল নাজমুল হোসেন শান্তর ক্রিকেট অধিনায়কের জীবনপথ। এরপর দেড় বছরে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছেন ১৪ টেস্টে। তার অধিনায়কত্বে দল চার জয়ের বিপরীতে হার ৯ ম্যাচে, ড্র করে এক টেস্ট। এই ১৪ টেস্টে দায়িত্ব পালনের পর বিসিবির সঙ্গে অভিমান করে অধিনায়কত্ব ছেড়ে দেন শান্ত। মুলত তাকে ওয়ানডে দলের অধিনায়ক পদ থেকে বিসিবি আকম্মিকভাবে সরিয়ে দেওয়ায় অভিমানে শান্ত টেস্ট দলের অধিনায়কত্বও ছেড়ে দেন। পরে অবশ্য বিসিবি তাকে বুঝিয়ে সুজিয়ে ফের তার হাতেই টেস্ট দলের অধিনায়কত্বের ভার দেয়। অধিনায়ক হিসেবে শান্তর সেই ‘নতুন’ শুরুটাও হচ্ছে এবার সিলেটের মাঠেই।
শুধু শান্তর শুরু নয়, জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে মোহাম্মদ আশরাফুলেরও শুরুটাও হচ্ছে সিলেটেই। এখানেই নিজের শততম টেস্ট খেলার পথে আরো এক ধাপ এগিয়ে যাবেন মুশফিকুর রহিম। ১১ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিলেট টেস্টটি হবে মুশফিকের ক্যারিয়ারের ৯৯ তম টেস্ট ম্যাচ। আর ঢাকায় সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচটি হবে তার প্রথম বাংলাদেশি হিসেবে শততম টেস্ট ম্যাচ।
এবারের সিলেট টেস্ট তাহলে অধিনায়ক শান্ত, কোচ আশরাফুল এবং ৯৯ নটআউট মুশফিকের প্রাক গল্প নিয়েই শুরু হচ্ছে।
২০২৩ সালে সিলেটে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর শুরুটা ছিল দারুণ। নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানের অনুপস্থিতিতে নেতৃত্বভার ওঠে তার কাঁধে। ওই যে দায়িত্ব নিলেন, পরের দেড় বছরে টেস্ট দলকে নিয়মিত নেতৃত্ব দেন শান্ত। পূর্ণ দায়িত্ব নেওয়ার আগে ২০২৩ সালে সিলেটে নিউজিল্যান্ডের বিপক্ষে শান্ত অধিনায়ক হিসেবে কেমন করেন-সেটাই ছিল দেখার অপেক্ষা। সেই পরীক্ষায় বেশ ভালোভাবে উতরে যান এই বাঁহাতি ব্যাটার। দলকে ঐতিহাসিক জয় এনে দেওয়ার পাশাপাশি ব্যাট হাতে ছিলেন দারুণ ছন্দে। প্রথম ইনিংসে ৩৭ রান করলেও দ্বিতীয় ইনিংসে পান সেঞ্চুরির দেখা। যাতে ভর করে বাংলাদেশ পায় ঐতিহাসিক জয়।
ওই ঐতিহাসিক জয়ের পর স্থায়ী হয় শান্তর অধিনায়কত্ব। দলকে নেতৃত্ব দেন ১৪ টেস্টে। সেই ধারাবাহিকতায় ছেদ পড়ে চলতি বছর শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ শেষে। টেস্ট অধিনায়কত্ব ছেড়ে দেন তিনি। মুলত ওয়ানডে অধিনায়কত্ব কেড়ে নেওয়ায় অভিমানে টেস্টের দায়িত্ব ছেড়েছিলেন। তিনি অধিনায়কত্ব ছাড়ার পর প্রায় আড়াই মাসে ছিল না সাদা পোশাকে কোনো খেলা। ফলে নতুন অধিনায়ক খুঁজে নেওয়ার তাড়া ছিল না বিসিবির। আয়ারল্যান্ড সিরিজের আগে সময় নিয়ে শান্তর অভিমান ভাঙিয়ে ফের টেস্ট অধিনায়কত্বের দায়িত্বে ফেরায় বিসিবি। তার অধীনেই সিলেটে শুরু হবে বাংলাদেশ দলের নতুন টেস্ট মিশন আর অধিনায়ক শান্তর দ্বিতীয় ইনিংস।
এই দ্বিতীয় ইনিংস শুরুর আগে টেস্ট ক্রিকেটে অবশ্য দারুণ ছন্দে আছেন শান্ত। সাদা পোশাকে শ্রীলঙ্কা সফরে ছিলেন সর্বোচ্চ রান সংগ্রাহক। তার ব্যাটে ছিল দুই সেঞ্চুরি। তারই ধারাবাহিকতায় ‘অধিনায়কত্বের নতুন ইনিংসে’ তার শুরুটা কেমন হয় সেটাই এখন দেখারঅপেক্ষা। বিসিবি তাকে ২০২৭ সালের টেস্ট চ্যাম্পিয়নশিপ পরযন্ত অধিনায়কের দায়িত্ব সঁপেছে।
নিজের পয়মন্ত ভেন্যু সিলেটে শান্ত নিজের পুরোনো শুরুর পুনরাবৃত্তি করবে সেই আশায় আছে তার ভক্তকুল।
শান্ত যখন নতুন শুরুর অপেক্ষায়, তখন নতুন দায়িত্বে ভালো করার চ্যালেঞ্জ নিয়ে জাতীয় দলের ডেরায় এসেছেন মোহাম্মদ আশরাফুল। সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের ‘ব্যর্থতায়’ আশরাফুলের কাঁধে উঠেছে ব্যাটিং কোচের দায়িত্ব। প্রিমিয়ার লিগ, বিপিএল, এনসিএলের দায়িত্ব পালন করা আশরাফুল নিজ দলের ব্যাটারদের কীভাবে প্রস্তুত করেন-সেটাই এখন দেখার অপেক্ষা। কারণ, আগের দফায় ডেভিড হ্যাম্প, নেইল ম্যাকেঞ্জিসহ তারকা কোচরা ছিলেন ব্যাটিং কোচ হিসেবে। সেই বাড়তি চাপটা থাকবে আশরাফুলের ওপর।
শততম টেস্ট খেলার অপেক্ষায় থাকা মুশফিকুর রহিম নিজের টেস্ট ক্যাপ ও ব্যাটের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে দিয়ে লিখেছেন, ‘সকল উত্থান-পতনের সাক্ষী’। তার এই বার্তাতেই স্পষ্ট, শততম টেস্ট খেলতে কতটা মরিয়া হয়ে আছেন তিনি। এই শততম টেস্টের আগে সিলেটে এনসিএলের দ্বিতীয় রাউন্ডে দারুণ এক সেঞ্চুরি করেছেন। ফলে ৯৯তম ম্যাচে মাঠে নামার আগে বাড়তি অনুপ্রেরণা নিয়ে মাঠে নামবেন তিনি। সঙ্গে থাকবে শততম ম্যাচ খেলার অপেক্ষা!

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ও বিকেএসপি পরিচালিত যুবদের আত্মরক্ষামূলক মৌলিক প্রশিক্ষণ প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। রোববার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঢাকা বিকেএসপির প্রথম ব্যাচের প্রকল্পের শুভ উদ্বোধন করেন।
২ ঘণ্টা আগে
বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমকে যৌন হয়রানির ঘটনায় নারী দলের নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে আনা অভিযোগ তদন্তে বিসিবি সংশ্লিষ্টদের বাদ দিয়ে একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করার দাবি তুলেছেন তামিম ইকবাল খান।
২ ঘণ্টা আগে
লা লিগার পয়েন্ট টেবিলে ভালো অবস্থানে ছিল রিয়াল। সুযোগ ছিল শিরোপার দৌঁড়ে অনেকটা এগিয়ে যাওয়ার। তবে রায়ো ভায়োকানোর সঙ্গে গোলশূন্য ড্র করে পয়েন্ট খুইয়েছে জাভি আলোনসোর দল।
৪ ঘণ্টা আগে
অধিনায়ক খেললেন অধিনায়কের মতোই। আজিজুল হাকিম উপহার দিলেন দাপুটে এক সেঞ্চুরি। তার অধিনায়কোচিত জাদুকরী তিন অঙ্কের ইনিংসের সুবাদেই দাপুটে এক জয় ছিনিয়ে নিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। রোমাঞ্চকর ম্যাচে আফগান যুবাদের দুই উইকেটে হারিয়েছে লাল-সবুজ প্রতিনিধিরা।
৫ ঘণ্টা আগে