অপেক্ষা ফুরাল না নেইমারের

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৫, ০৯: ০৯
আপডেট : ২৬ আগস্ট ২০২৫, ১২: ৫৫

জাতীয় দলে ফেরার অপেক্ষা শেষ হলো না নেইমারের। তাকে ছাড়াই ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে চিলি ও বলিভিয়ার বিপক্ষে ম্যাচের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন সেলেসাওদের প্রধান কোচ কার্লো আনচেলত্তি।

বিজ্ঞাপন

সবশেষ ২০২৩ সালের অক্টোবরে ব্রাজিলের জার্সিতে মাঠে নামেন নেইমার। সাম্প্রতিক সময়ে চোট কাটিয়ে সুস্থ হয়েছিলেন এই ফরোয়ার্ড। দারুণ ফর্মেও ছিলেন। তাই তার ফেরা ছিল কেবল সময়ের ব্যাপার। কিন্তু দল ঘোষণার একদিন আগে ঊরুর চোটে পড়ায় তাকে দলে রাখেননি আনচেলত্তি।

নেইমারের মতো দলে জায়গা পাননি ভিনিসিয়াস জুনিয়র ও রদ্রিগো। এক ম্যাচের নিষেধাজ্ঞার কারণে জায়গা হারিয়েছেন ভিনিসিয়াস। অন্যদিকে নতুনদের বাজিয়ে দেখতে রদ্রিগোকে বাইরে রেখেছেন ব্রাজিল কোচ। দলে নতুন মুখ তিনজন- ডগলাস সান্তোস, কাইও জর্জ ও কাইও হেনরিক। এছাড়া দলে ফেরানো হয়েছে গ্যাব্রিয়েল মাগালহেস, ফ্যাব্রিজিও ব্রুনো, জোয়েলিন্টন, জোয়াও পেদ্রো, লুইস হেনরিক ও লুকাস পাকুয়েতাকে।

আগামী ৫ সেপ্টেম্বর চিলিকে মারাকানা স্টেডিয়ামে আতিথেয়তা দেবে ইতোমধ্যে বিশ্বকাপের টিকিট কাটা ব্রাজিল। ১০ সেপ্টেম্বর বলিভিয়ার মাঠে খেলবে তারা।

ব্রাজিলের স্কোয়াড:

গোলকিপার: আলিসন, বেন্তো, হুগো সুজা

ডিফেন্ডার: আলেকসান্দ্রো রিবেইরো, ফ্যাব্রিজিও ব্রুনো, মাগালহেস, মারকুইনহোস, অ্যালেক্স সান্দ্রো, কাইও হেনরিক, ডগলাস সান্তোস, ভেন্ডারসন, ওয়েসলি

মিডফিল্ডার: লুকাস পাকুয়েতা, আন্দ্রে সান্তোস, ব্রুনো গিমারেস, কাসেমিরো, জোয়েলিন্টন

ফরোয়ার্ড: রিচার্লিশন, এস্তেভাও, গ্যাব্রিয়েল মার্টিনেল্লি, জোয়াও পেদ্রো, কাইও জর্জ, লুইস হেনরিক, মাথিয়াস কুনহা, রাফিনহা।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত