বিশ্বকাপ নিয়ে ভাবনায় জ্যোতিরা

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৫, ২১: ৫০

নারী বিশ্বকাপ বাছাই পর্ব খেলে গতকাল দেশে ফিরেছেন নিগার সুলতানা জ্যোতিরা। বাছাই পর্বে দ্বিতীয় দল হিসেবে ২০২৫ আইসিসি নারী বিশ্বকাপের মূল পর্বে খেলা নিশ্চিত করে বাংলাদেশ। তবে এজন্য ওয়েস্ট ইন্ডিজের ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হয়েছিল তাদের। বাছাই পর্বের শেষ ম্যাচে জিতে বাংলাদেশের সমান ৬ পয়েন্ট অর্জন করলেও নেট রান রেটের হিসাব মিলাতে না পারায় বিশ্বকাপ নিশ্চিত করতে পারেনি ক্যারিবীয় মেয়েরা। দেশে ফেরার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বাংলাদেশ অধিনায়ক জ্যোতি বলেন, ‘ওই ম্যাচটি আমি দেখিনি। আমার কাছে মনে হয়েছিল যে, অন্যের ওপর নির্ভর করা হয়ে যাচ্ছে। আমাদের নিয়ন্ত্রণে যা ছিল, সেটি করতে পারলে হয়তো আমাদের শেষ ম্যাচটি দেখতে হতো না। তবে এটা বিশ্বাস ছিল যে, যদি সব কিছু ঠিকঠাক থাকে, তাদের যে চেজ করা টার্গেট ছিল, অনেক বেশি ছিল। তারা (ওয়েস্ট ইন্ডিজ) যেভাবে রান করেছে, আল্লাহ কপালে না রাখলে, তা হতো না (বিশ্বকাপ নিশ্চিত করা)।

আগামী সেপ্টেম্বর-অক্টোবরে নারী বিশ্বকাপ হবে ভারতে। এ বিশ্বকাপকে ঘিরেই এখন সব ভাবনা মেয়েদের। জ্যোতি বলেন, ‘কোয়ালিফাই করাটা আমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ ছিল। এখন আমাদের দায়িত্ব হলো- যেহেতু হাতে সময় আছে, কীভাবে বিশ্বকাপে আরো ভালোভাবে প্রস্তুতি নিয়ে যাওয়া যায়, সেজন্য যা যা করা উচিত ক্রিকেট বোর্ড সেটা নিয়ে চিন্তা করছে।’

বিজ্ঞাপন
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত