শিখতে নয়, জিততে চান সোহান

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৫, ০৫: ০০

অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড কিংবা ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকার মতো দেশগুলোতে বাংলাদেশ জাতীয় দল কিংবা যে কোনো পর্যায়ের দলের সফরের আগে প্রশ্ন থাকে কেমন হবে ক্রিকেটারদের পারফরম্যান্স? বেশিরভাগ সময়ই উত্তর আসে- কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়ে শিখতে চাই। তবে ‘এ’ দলের সফরের আগে অধিনায়ক নুরুল হাসান সোহান অস্ট্রেলিয়ার কন্ডিশনে গিয়ে শিখতে চান না, বরং টুর্নামেন্ট জিততে চান। তার কথায়, প্রতিনিয়তই নতুন কিছু শেখা জীবনের অংশ, টুর্নামেন্ট খেলতে হবে জয়ের জন্য।

বিজ্ঞাপন

অস্ট্রেলিয়া সফর বাংলাদেশের জন্য একরকম স্বপ্নের মতো। ২০১৫ ওয়ানডে বিশ্বকাপ ছাড়া অজিদের মাঠে খুব বেশি ম্যাচ খেলার সুযোগ হয়নি লাল-সবুজের প্রতিনিধিদের। জাতীয় দলের যখন সুযোগ হচ্ছে না, তখন জাতীয় দলের আশপাশে থাকা ক্রিকেটাররা টানা দুই বছর পাচ্ছে অস্ট্রেলিয়ার মাটিতে খেলার সুযোগ। গতবার এইচপির হয়ে অস্ট্রেলিয়া সফর করা ক্রিকেটাররা এবার যাচ্ছেন ‘এ’ দলের ব্যানারে। এই সফরের আগে চট্টগ্রামে লম্বা ক্যাম্প শেষে তিনটি প্রস্তুতি ম্যাচ খেলেছেন ‘এ’ দলের ক্রিকেটাররা। ফলে ভালো প্রস্তুতি নিয়ে অস্ট্রেলিয়া যাচ্ছে দলটি সেটা স্পষ্ট।

সে কারণেই সোহান শুধু শেখার জন্য নয়, অস্ট্রেলিয়ায় যেতে চান জয়ের জন্য। গতকাল সফর-পূর্ব সংবাদ সম্মেলনে সোহান বলেন, ‘শেখার প্রসেস এটা আমি খুব একটা বিশ্বাস করি না। আমরা শিখতেই আছি। শিখব, এটা পার্ট অব লাইফ। আমার কাছে মনে হয় মেইন লক্ষ্য হওয়া উচিত যেহেতু একটা টুর্নামেন্ট খেলতে যাচ্ছি, ফাইনাল খেলব। এবং প্রতিটি খেলোয়াড়, যারা আমাদের সঙ্গে টিম ম্যানেজমেন্ট আছে—তাদের লক্ষ্য ট্রফি জয়ের।’

বাংলাদেশের সঙ্গে এই টুর্নামেন্টে বিদেশি দল হিসেবে অংশ নিচ্ছে পাকিস্তান ‘এ’ দল ও নেপাল। এছাড়া থাকছে বিগব্যাশের বেশ কয়েকটি দল। সব মিলিয়ে টুর্নামেন্ট বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বিশ্বাস করেন সোহান। তার কথায়, ‘অনেকগুলো ভালো দল আছে। পাকিস্তান ‘এ’ দল আছে, নেপাল জাতীয় দল আছে। সব দলই ভালো, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টুর্নামেন্ট হবে। ওই কন্ডিশনে ভালো করার এটা একটা সুযোগ।’

অনেকদিন পর কোনো সংবাদ সম্মেলনে আসা সোহানকে একটু বিব্রতকর পরিস্থিতিতেও পড়তে হয়েছে। গত মাসে বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফর চলাকালে গুঞ্জন ওঠে জাতীয় দল বাদ দিয়ে রংপুর রাইডার্সের হয়ে গ্লোবাল সুপার লিগে খেলতে যাচ্ছেন তিনি। এই প্রশ্নের জবাব দিয়ে সোহান বলেন, ‘প্রথম প্রায়োরিটি গ্লোবাল টি-টোয়েন্টি ছিল না এবং এর জন্য আমি জাতীয় দলে ছিলাম না এরকম কোনো কিছু ছিল না। বাসায় পড়ে থাকার চেয়ে গ্লোবালে খেলা ভালো—সেজন্যই তখন এটা নিয়ে চিন্তা করেছি।’

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত